শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

বাশার নূরু, মহসীন কবির: [২] শনিবার বেলা ১১টার দিকে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেনাপ্রধান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় শহিদ স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন তিনি।

[৩] দুপুর ১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাপ্রধান। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন তিনি।

[৪] বঙ্গবন্ধু ভবনে মন্তব্য বইতে সেনাপ্রধান লেখেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনীর প্রধান হিসেবে ইতিহাসের মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই সাথে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই আমাদের ৩০ লক্ষ শহীদদের।

[৫] তিনি আরও লেখেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার আলোকে সকলে মিলে কাজ করে প্রিয় বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলবেন ইনশাল্লাহ।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়