শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ হারের জন্য কোহলি এবং শাস্ত্রীকেই দায়ী করলেন সাবেক জাতীয় নির্বাচক

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেন উইলিয়ামসনদের কাছে হারটা কিছুতেই মানতে পারছেন না ভারতীয় ক্রিকেট মহল। এই হারের জন্য তারা ভারতের প্রথম একাদশ নির্বাচনকেই দায়ী করেছেন। তাদের মধ্যেই একজন হলেন প্রাক্তন জাতীয় নির্বাচক শরণদীপ সিং। তিনি বরাবরই চার সিমার খেলানোর কথা বলেছিলেন। শার্দুল ঠাকুরকে দলে রাখার প্রসঙ্গে তিনি সরব ছিলেন। নিউজিল্যান্ড চার সিমার খেলালেও, ভারত তিন পেসার এবং দু'জন স্পিনারকে খেলিয়েছে।

[৩] ক্ষুব্ধ শরণদীপ সিং-এর অভিযোগ, অস্ট্রেলিয়ায় শার্দুল ঠাকুর ভাল বল তো করেছিলেনই, সঙ্গে সুযোগ পেলেই তিনি ব্যাটেও ভাল পারফরম্যান্স করেছিলেন। হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। তাই ওর প্রসঙ্গে কোনও কিছু বলছি না। তবে শার্দুল ঠাকুর কিন্তু খুবই ভাল অলরাউন্ডার। বলের পাশাপাশি ব্যাটটাও তিনি ভাল করেন। ২০১৭-'২০ পর্যন্ত ভারতের নির্বাচক ছিলেন শরণদীপ। ভারতের টিম নির্বাচন নিয়ে তিনি যে দলের কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির উপর বিরক্ত, সেটা স্পষ্ট করে জানিয়েছেন।

[৪] এমনিতেই ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেই সঙ্গে বিরাটের অধিনায়কত্বও বড় প্রশ্নের মুখে। চেতেশ্বর পূর্জারা, শুভমন গিল, অজিঙ্কা রাহানের পাশাপাশি বিরাটের নিজের পারফরম্যান্স কিন্তু একেবারেই ভাল নয়। তিনি বাকি দলকে নিয়ে প্রশ্ন তুললেও, দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার কথা বললেও, দলের ব্যর্থতার দায় কিন্তু তারও কোনও অংশে কম নয়। বরং বেশি বলা চলে।

[৫] দলের অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান হওয়ার পরেও যে ভাবে দুই ইনিংসে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন বিরাট, তাতে তার দায়িত্বজ্ঞানহীনতাই প্রকাশ পেয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়