শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৮:১০ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে যুদ্ধের চেয়ে কোভিডে বেশি মানুষ মারা গেছে বললেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] নর্থ ক্যারোলিনার মানুষকে করোনভাইরাসের টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার ওই অঙ্গরাজ্য সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানেই তিনি বলেন বিগত এক শতাব্দির সকল যুদ্ধের চেয়ে কোভিডে আক্রান্ত হয়ে বেশি মার্কিন নাগরিক মারা গেছে। বিগত এক শতাব্দির যুদ্ধের নাম বলতে গিয়ে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কথাও উল্লেখ করেন যা কখনোই ঘটেনি। প্রেসটিভি

[৩] নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বাইডেন বলেন আমরা যুক্তরাষ্ট্রে প্রায় এক বছর সময়ে ছয় লাখের বেশি মানুষকে হারিয়েছি। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাক, ইরান ও আফগানিস্তানসহ বিশ্বব্যাপী যত যুদ্ধ হয়েছে তার সবগুলোতে নিহত মানুষের চেয়ে এই সংখ্যা বেশি। বিংশ শতাব্দি এবং একবিংশ শতাব্দির বড় যুদ্ধগুলোতে যত মানুষ মারা গেছে তার চেয়ে এক বছরে বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

[৪] ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর থেকে বিগত ৪২ বছর ধরে ইরানের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করলেও ইরানের বিরুদ্ধে কখনোই যুক্তরাষ্ট্রের বড় ধরনের যুদ্ধ বা প্রাণহানি হয়নি।

[৫] মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, কেউ বাইডেনকে জিজ্ঞাসা করুন আমরা কবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি মনে হয় সে যুদ্ধের কথা স্মরণ করতে পারছি না। আরেকজন প্রশ্ন করেছেন, জো বাইডেন কি এইমাত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন?

[৬] যুক্তরাষ্ট্রে শতকরা প্রায় ৬৬ ভাগ মানুষ করোনার একটি ডোজ নিয়েছেন এবং দু’টি ডোজ গ্রহণকারী মার্কিন নাগরিকের সংখ্যা ৫৬ শতাংশের কিছু বেশি। আগামী ৪ জুলাইয়ের মধ্যে শতভাগ মার্কিন নাগরিকের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন বাইডেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়