শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

আফরোজা সরকার:[২] রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ১০ বছরের এক শিশুকে হত্যা করে মরদেহ খাটের নিচে পুতে রাখার ঘটনায় অভিযুক্ত রাজা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার তালমার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২৭ মে সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার বুজরক সন্তোষপুর গ্রামের শিশুটি চিপস কেনার জন্য মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে যায়। অনেক সময় অতিবাহিত হলেও বাড়িতে ফিরে না আসায় তাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ভোরে প্রতিবেশী রাজা মিয়ার ঘরের খাটের নিচে মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় তাদের সন্দেহ হলে মাটি খুঁড়ে শিশুটির হাত দেখতে পায় তারা।

[৪] খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, বিস্কুট নিয়ে মেয়েটি রাজা মিয়ার কাছে আসলে সে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিতে শুরু করলে রাজা তার গলা টিপে ধরে। এতে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এরপর শিশুটির মৃত্যু নিশ্চিত করার জন্য সে ব্লেড দিয়ে তার গলা কাটে।

[৫] কোদাল ও বটি দিয়ে ঘরের মধ্যে গর্ত করে লাশ গর্তের মধ্যে পুতে ফেলে উক্ত গর্ত পানি দিয়ে লেপে দিয়ে তার উপর ধানের বস্তা রেখে দেয়। হত্যাকান্ডে ব্যবহৃত কোদাল পাশের বাসাতে, বটি বেডের নিচে এবং রক্ত মোছার কাজে ব্যবহৃত কাঁথা ও লুংগি পাশের পুকুরে পুতে রাখে। এরপর সে হত্যাকান্ড আড়াল করার জন্য সবার সাথে শিশুটিকে খুঁজতে থাকে। ঘটনার দিন রাত সাড়ে ১১ টার দিকে সে বাড়ি থেকে পালিয়ে যায়।

[৬] এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাজা মিয়াকে গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে রাজি হওয়ায় আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়