শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দ লকডাউন মানাতে কঠোর অবস্থানে পুলিশ

কামাল হোসেন:[২] রাজবাড়ীর গোয়ালন্দে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করায় (গোয়ালন্দে করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করা ব্যাক্তিদের মধ্যে ৮৬ শতাংশ) সরকার লকডাউনের ঘোষনা করেছেন।

[৩] এ লকডাউন পালনে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনেও (শুক্রবার ২৫ জুন) গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর দৌলতদিয়া টার্মিনাল ও ফেরিঘাট এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন।

[৪] এসময় তিনি মানুষের মাঝে করোনা থেকে নিজেদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও দোকান বন্ধ করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সরেজমিন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, গোয়ালন্দঘাট থানা পুলিশের একটি টিম গোয়ালন্দ ঘাট থানার ওসির নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

[৫] তারা জরুরীসেবার ও কাঁচাপণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকানগুলোসহ জরুরী সেবার আওতায় এ্যাম্বুলেন্স, লাশবাহী, পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন ফিরিয়ে করে দিচ্ছেন। তবে লকডাউনে প্রশাসনের সাথে লুকোচুরি খেলছে সাধারণ মানুষ। লকডাউন মানতে তারা নারাজ। প্রশাসনের কোন গাড়ী দেখলেই যানবাহন নিয়ে দ্রুত সটকে পড়ছে এবং দোকান বন্ধ করছে।

[৬] আবার প্রশাাসনের গাড়ী চলে গেলেই তারা যানবাহন চলাচলসহ দোকানপাট খুলে তাদের ব্যবসা-বাণিজ্য শুরু করছেন।এসময় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, ভয়াবহ করোনা কালেও মানুষ স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই খোলামেলা চলাচল করছে।

[৭] তাদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার জন্য সচেতন করা হচ্ছে এবং দোকাপাট বন্ধ করাসহ সড়কে যাত্রীবাহী কোন যানবাহন যাতে চলাচল করতে না পারে তার জন্য পুলিশের একাধিক টিম বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। কঠোর বিধিনিষেধের প্রথম দিন থেকেই আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়