শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : [২] ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় মরগান বাহিনী। প্রথম টি-টোয়েন্টি তারা জিতেছিল ৮ উইকেটে।

[৩] সোফিয়া গার্ডেনে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান তোলার পর বৃষ্টি নামে। এরপর বৃষ্টি আইনে ইংল্যান্ডের নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮ ওভারে ১০৮ রান। সেটা তারা ১৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে। ৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ডের জয়ে অবদান রাখেন স্যাম বিলিং ও লিয়াম লিভিংস্টন।

[৪] লিভিংস্টনের সঙ্গে পঞ্চম উইকেটে স্যাম বিলিংস ৫৪ রানের জুটি গড়ে আউট হন। ২৯ বলে ২ চারে ২৪ রান করে যান তিনি। আর ভিলিংস্টন ২৬ বলে ১ ছক্কায় অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৮ বলে ১ চার ও ১ ছক্কায় ১৬ রানে অপরাজিত থাকেন স্যাম কারান।

[৫] বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি উইকেট নেন।

[৬] তার আগে শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন কুশাল মেন্ডিস। ২১ রান করেন অধিনায়ক কুশাল পেরেরা। আর অপরাজিত ১৯টি রান আসে উসুরু উদানার ব্যাট থেকে। বল হাতে ইংল্যান্ডের মার্ক উড ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

[৭] ম্যাচসেরা নির্বাচিত হন ইংল্যান্ডের লিয়াম ভিলিংস্টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়