শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ধোবাউড়ায় কাঁচা রাস্তা সংস্কার না করায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। জাগোনিউজ২৪

বুধবার (২৩ জুন) উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট থেকে বেলতলী বাজারের কাঁচা রাস্তায় কচুগাছ লাগিয়ে এ প্রতিবাদ জানানো হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে বেলতলী পর্যন্ত চার কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না।

তারা আরও জানান, এ রাস্তা দিয়ে শালকোনা, চন্দ্রকোনা, আইলাতলী, বেলতলী, গাবরাখালীসহ প্রায় ২০ গ্রামের মানুষ যাতায়াত করে। বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউট, ফাজিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর যাতায়াতের মাধ্যম এ রাস্তা। রাস্তাটির বেহাল দশায় তারা পড়েছেন বিপাকে।

jagonews24

এ বিষয়ে বাঘবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। রাস্তাটি চলাচলের উপযোগী করে দেয়ার জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়