শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের সদিচ্ছার অভাব নেই, দ্রুত সময়েই ভ্যাকসিন পাবেন বিদেশগামীরা: ইমরান আহমদ

কূটনৈতিক প্রতিবেদক : [২] বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ প্রবাসীদের আশ্বস্থ করে বলেন, প্রবাসীদের ভ্যাকসিন প্রদান নিয়ে জে জটিলতা রয়েছে সেটি চলতি মাসের মধ্যেই সমাধান করা হচ্ছে।

[৩] সবকিছু করতে গেলে একটু সময় লাগে, সিস্টেমের পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হয়। প্রবাসীরা এখন অগ্রধিকার ভিত্তিতে ভ্যকসিন পাবেন।

[৪] মন্ত্রী বলেন, চীনা ভ্যাকসিন সৌদি আরবের কাছে গ্রহণযোগ্য নয়, আমি এটা নিয়ে সৌদিতে আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি। যাতে সৌদি আরব চীনা ভ্যাকসিন নেওয়া প্রবাসীদের গ্রহণ করে। কারণ, এটাতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত।

[৫] দুই ডোজ নেওয়া ভ্যাকসিনের জন্য লম্বা সময় লাগে। জনসন অ্যান্ড জনসন এর ভ্যাকসিন এক ডোজের হওয়ায় এটার সুবিধা আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব জনসন অ্যান্ড জনসন এর ভ্যাকসিন আনার জন্য। প্রয়োজনে খরচ যদি আমাদের মন্ত্রণালয় থেকে দিতে হয় আমরা সেটা দিতে রাজি আছি। যেহেতু এটা আমাদের প্রবাসীদের কল্যাণে, তাই আমরা সব কিছু করতে রাজি আছি।

[৬] সৌদি আরব ও কুয়েত আমাদের বলেছে, প্রবাসীরা ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ নিয়ে গেলে তারা ওখানে বাকি একটা ডোজ সম্পন্ন করবে। এটাও একটা ভালো দিক।

[৭] ইমরান আহমদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একটি সার্কুলার দিয়ে দিয়েছে যে ভ্যাকসিনের জন্য মন্ত্রণালয় যেতে। এজন্য মন্ত্রণালয়ে প্রবাসীরা জড়ো হচ্ছেন। মন্ত্রণালয় কিন্তু এই ধরনের কোনো সার্কুলার দেয়নি। আমি জানি না ওইখানে সিভিল সার্জন সাহেব কীভাবে এটা করলেন! হাজার হাজার মানুষ লকডাউনের মধ্যে কষ্ট করে যে হাজির হয়েছেন এটার দায়িত্ব উনাদের নিতে হবে।

[৮] ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ বিশেষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়