আসিফুজ্জামান পৃথিল : [২] উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এ-সংক্রান্ত একটি বিবৃতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে রি সন গোয়ান বলেন, ‘এমনকি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের সম্ভাবনার বিষয়টিও বিবেচনা করছি না।’ রয়টার্স
[৩] উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন দূতের একটি মন্তব্যের প্রেক্ষাপটে রি সন গোয়ানের কাছ থেকে এ বক্তব্য এসেছে। গত সোমবার উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন দূত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বলেন, আলোচনার বিষয়ে পিয়ংইয়ংয়ের কাছ থেকে শিগগির একটি ইতিবাচক সাড়া পাওয়ার আশায় আছেন তিনি।
[৪] মার্কিন দূতের এই বক্তব্যের পরদিন মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, পিয়ংইয়ংয়ের সংকেতকে যুক্তরাষ্ট্র ভুলভাবে নিচ্ছে বলে তার কাছে প্রতীয়মান হচ্ছে। দ্য গার্ডিয়ান
[৫] কিম ইয়ো জং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতা। তিনি এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের একটি বক্তব্যের জেরে। গত রোববার এক সাক্ষাৎকারে সুলিভান বলেছিলেন, সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাছ থেকে আসা একটি বক্তব্যে তিনি কৌতূহলোদ্দীপক সংকেত দেখতে পেয়েছেন। তারা অপেক্ষা করবেন, দেখবেন, উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনের সরাসরি যোগাযোগের পরিস্থিতি তৈরি হয় কি না।