জেরিন আহমেদ: [২] কলম্বিয়ার কর্ডোবার পুয়ের্তো এস্কোনিডো উপকূলে নৌকাডুবির ঘটনায় চার অভিবাসী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তবে, এ ঘটনায় আরও ১০ জন বাংলাদেশি নিখোঁজ আছেন। এছাড়া একজন নেপালিকেও উদ্ধার করা হয়েছে।
[৩] কলম্বিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটিতে কমপক্ষে ১৮ জন অভিবাসী ছিল এবং অন্যরা নেপালি বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে একদল জেলে ক্যারিবিয়ান সাগরের উরাবা উপসাগর থেকে তাদের উদ্ধার করেন। পরে কোস্টগার্ড ও জেনারেল মেরিটাইম ডিরেক্টরেট (ডিমার) সদস্যরা উদ্ধার কাজে যোগ দেয়।
[৪] এরা সবাই নৌকায় কলম্বিয়ার নিকোলি পাড়ি দিয়ে পানামা যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। উরাবা এন্টিওকুইনো অঞ্চলে এই অবৈধ মাইগ্রেশন রুটটির শেষ গন্তব্য পানামার ভয়ঙ্কর দরিয়েন জঙ্গল হয়ে যুক্তরাষ্ট্র। এদিকে ২২ জুন রাতে স্থানীয় জেলেরা পুয়ের্তো এস্কোনদীদ পৌরসভার জলসীমায় বাংলাদেশিদের দেখতে পান।
[৫] কলম্বিয়ান গণমাধ্যমে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছ, অভিবাসীদের সান জেরোনিমো দে মন্টেরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের অধিকাংশের বাড়ি নোয়াখালী জেলায়।
[৬] চিকিৎসকেরা বলছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। হার্ট অ্যাটাক, হাইপোথার্মিয়ায় আক্রান্ত সবাই।
[৭] স্থানীয় প্রশাসন বলছে, একটি সংঘর্ষের পর অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে যায়। তাদের কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। পানামা জঙ্গল হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। সূত্র: ডেইলি স্টার, দেশরুপান্তর অনলাইন