শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের শিশু অভিবাসী ক্যাম্পে শতাধিক কোভিড আক্রান্ত, যৌন হয়রানিসহ শিশুদের মানবেতর অবস্থা

সাখাওয়াত হোসেন: [২] টেক্সাস মরুভূমিতে যুক্তরাষ্ট্রের সীমান্তে আটক কেন্দ্রের কর্মী ও অভিবাসী শিশুদের সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। শিশুরা বিবিসিকে জানিয়েছে, তারা সেখানে যৌন হয়রানির স্বীকার হচ্ছে। অস্বাস্থ্যকর খাবার ও পরিবেশের কারণে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ছে বলে জানিয়েছে তারা।

[৩] সেখানে কোভিডের প্রাদুর্ভাব ও ইঁদুরের উৎপাতও বেড়ে গিয়েছে। শিশুরা জানিয়েছে, তাদেরকে খাবারে কাঁচা মাংস পরিবেশন করা হয়। ক্ষুধায় তারা দাঁড়াতে পারছে না। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারি জানিয়েছে, শতাধিক শিশু সেখানে কোভিড সংক্রমিত হয়েছে। এছাড়া ফ্লু ও নানান ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে গিয়েছে। শিশুদের খুব দ্রুত চিকিৎসা প্রয়োজন তবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।

[৪] তবে ক্যাম্প কর্তৃপক্ষ এ সকল অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, শিক্ষাসহ সব ধরণের সুযোগ তারা শিশুদের দিচ্ছে।

[৫] বিবিসি জানিয়েছে, টেক্সাসের এল পাসোতে ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটিতে এ অস্থায়ী ক্যাম্পে প্রায় ২ হাজারের অধিক শিশু আটক রয়েছে। এসব অভিবাসী শিশুদের অধিকাংশই মধ্য আমেরিকা থেকে এসেছে। সহিংসতা , দুর্যোগ ও মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কটের কারণে সম্প্রতি মাসগুলোতে অভিবাসীদের ঢল এসেছিলো যুক্তরাষ্ট্রে।

[৬] যুক্তরাষ্ট্রের এ অভিবাসী সঙ্কটের জন্য অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কোমল নীতিকে দায়ী করেছেন। যদিও হোয়াইট হাউস সবসময় অভিবাসী প্রত্যাসীদের যুক্তরাষ্ট্রে ঢোকার বিরুদ্ধে কথা বলে আসছে বলে জানিয়েছে বিবিসি।

[৭] এ সকল শিশু অভিবাসী একাই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হয়েছিলো বলে জানা গেছে। এখন যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়