সালেহ্ বিপ্লব: [২] ফেসবুক লাইভের সিডিউল নিয়ে জগদ্ব্যাত নোম চমস্কিকে এক ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখেছিলেন তানবীরুল মিরাজ রিপন। লাইভে তথ্যগত ভুলও করেন তিনি।
[৩] বুধবার রাত এগারোটায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আনাড়িপনার জন্যে ক্ষমা চেয়েছেন।
[৪] তিনি লিখেছেন, আন্তর্জাতিক সময় জ্ঞানের অজ্ঞতা এবং অভিজ্ঞতার অভাবে, আজকে পূর্ব নির্ধারিত নোম চমস্কির সাথে সাক্ষাৎকারে সময়মত আমি উপস্থিত হতে পারি নাই।একইসাথে সময়মত নির্ধারিত সাক্ষাৎকারে উপস্থিত না হতে পেরে অপ্রস্তুতভাবে সাক্ষাৎকার গ্রহণ করে ফেইসবুকে লাইভ করি। যা আসলে পরবর্তীতে অনেকগুলো অনিচ্ছাকৃত ভুলের অবতারণা করে, যেমন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছেন এবং দুই লাখের বেশি নারী-শিশুর সম্ভ্রমহানি ও নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, অভিজ্ঞতা এবং অসচেতনভাবে ও দ্রুত বলতে গিয়ে, আমি বলে ফেলেছি ২ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছে, যা সম্পূর্ণ ভুল।
[৪] তিনি আরো লিখেছেন, একইসাথে যখন নোম চমোস্কি বলেছেন, রোহিঙ্গ্যাদের বিরুদ্ধে কি গণহত্যা হয়েছে? তখন আমি উত্তরে বলেছি রোহিঙ্গ্যাদের বিরুদ্ধে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিশ্চিহ্নকরণ করা হচ্ছে, যা জাতিসংঘ কর্তৃকও বলা হয়েছে, কিন্তু আমি মনে করি, রোহিঙ্গ্যাদের বিরুদ্ধেও গণহত্যা সংঘটিত হয়েছে।
[৫] এএফপির নিয়মিত প্রদায়ক তানবীরুল মিরাজ রিপন তার ফেসবুক স্ট্যাটাসে এও লিখেছেন, আমি আজকের এই সকল ভুলের জন্য সকলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি এবং যেহেতু বাংলাদেশের ইতিহাসের বিকৃতি রোধে আমি সোচ্চার এবং কেউ যেন শুনে ভুল তথ্য না পায়, তাই ভিডিওটিও আমি সরিয়ে নিচ্ছি৷ সময় সুযোগ পেলে পেশাদারিত্বের সাথে নোম চমস্কিকে সাথে আবারও হাজির হব বাংলাদেশের প্রেক্ষাপটে।
[৬] তিনি আরো লিখেন, I have prepared for weeks to take the coveted interview of Professor Noam Chomsky. I have been his keen follower. So when he agreed to give me the interview, I was over excited. So much so that whebln the actual time of the interview came I completely misread the international time zone, which resulted in an unfortunate delay in the interview. I have already begged my apology to Professor Chomsky and I also say sorry to all of you who were waiting to see the interview of one of the World's greatest living intellectuals to a young Bangladeshi. Again I regret the inadvertent mistake.
During the interview my overexcitement has led to a lot of grievous but unintentional mistakes. I wanted to ask Professor Chomsky about Pakistan's genocide of three million Bangladeshi people and the rape and sexual assault of another 200,000 Bangladesh women and children. But instead I said some 200,000 people were killed. It was an inadvertent mistake. I say sorry and beg unconditional apology for this unintentional mistake. I am the last person to demean the honour of our glorious war of independence.
I also strongly believe that a genocide has been committed against the Rohingya people, even though some may misinterpret my question to professor Chomsky in this regard.
I have since removed the video of my interview of Professor Chomsky from my Facebook account. I am a learner and I hope I will learn from my mistakes.