শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১১:৩৯ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশের সাথে যৌথ সহযোগিতা করবে কানাডা

রিয়াজুর রহমান রিয়াজ: [২] আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণের বিকল্প নেই। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের তত্বাবধানে গত জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য এবং প্রশংসনীয়।

[৩] বুধবার (২৩ জুন) বিকাল ৩টায় ঢাকার বারিধারায় কানাডিয়ান হাই কমিশনে র্চাজ দ্যা’ আ্যফেয়ার্স- রোজালী লাপ্লান্তে সার্ক মানবাধিকার ফাউন্ডশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

[৪] সাক্ষাৎকালে র্চাজ দ্যা’ আ্যফেয়ার্স রোজালী লাপ্লান্তে আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশের সাথে যৌথ সহযোগিতা করবে কানাডা। বাংলাদেশের সাথে কানাডার সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করতে সামাজিক, মানবিক ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করবে ও পাশে থাকবে কানাডা সরকার।

[৫] এসময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব বলেন, দেশের এক শ্রেণীর সুশীল ব্যক্তিবর্গ সরকারকে বিব্রত করতে সামান্য ইস্যুকে বৃহৎ আকারে রূপান্তরিত করে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত সকল বিদেশি কূটনৈতিকবৃন্দ সঠিক তথ্য জেনে মন্তব্য করা উচিত।

[৬] তিনি বলেন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষভাবে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সক্রীয় ভূমিকা রাখে। এতে উপস্থিত ছিলেন, কানাডিয়ান দূতাবাসের সিনিয়র রাজনৈতিক এবং অর্থনৈতিক উপদেষ্টা সায়েদ শাহনেওয়াজ মহসিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়