নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি অংশ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৫ জুন। কিন্তু পূর্ব নির্ধারিত তারিখে খেলা মাঠে গড়াবে কি না সেটা নিয়েই এখন জন্ম নিয়েছে ধোঁয়াশা। একে তো মোহামেডানের প্রধান কোচ সহ ১২ ফুটবলার করোনা আক্রান্ত অন্য দিকে দেশের সাত জেলায় লক ডাউন ঘোষণা করেছে সরকার। এই সাত জেলার মধে আবার রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই ভেন্যু মুন্সিগঞ্জ ও গাজীপুর।
[৩] এছাড়া অন্য ভেন্যু কুমিল্লা যেতে হলেও পাড়ি দিতে হয় নারায়নগঞ্জ, যেটা এই লক ডাউনের কারনে সম্ভব নয়। শুধু বাকি থাকে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম, কিন্তু এই সময়ে এক মাঠে এত ম্যাচ আয়োজন সম্ভব না। এছাড়া ৫ আগষ্টের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের নিকট স্টেডিয়াম ছেড়ে দিতে হবে। যে কারনেই নানা ধোঁয়াশার মধ্যে পড়েছে পেশাদার লিগ কমিটি।
[৪] এক সভায় এসব বিষয় নিয়ে আলোচনায় বসে লিগ কমিটির আওতাধীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ সম্পর্কিত উপ কমিটি। উক্ত সভায় চূড়ান্ত সিদ্ধান্তে যেতে না পারলেও বিকল্প মাঠ খোজার আলোচনা হয়েছে। যেখানে কেউ কেউ শেখ জামাল ধানমন্ডি, আবাহনী মাঠ এমনকি রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজের মাঠেও লিগের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। যদিও এই প্রস্তাবে ঘোর বিরোধিতা করেছে বাকি ক্লাব গুলা।
[৫] তবে বাফুফের টেকনিকেল কমিটি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এবং মোহাম্মদপুর ফিজিক্যাল এডুকেশন কলেজ মাঠ পরিদর্শন করবে। ব্যাটে বলে মিলে গেলে বঙ্গবন্ধুর পাশাপাশ এই দুই মাঠেই আয়োজিত হতে পারে লিগের ম্যাচ। তবে বাফুফে চেস্টা করবে স্বাস্থ মন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর সাথে আলোচনা করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে খেলা চালিয়ে যাওয়ার। যেহেতু এটা ঢাকার একদম কাছে তাই এখানে ম্যাচ আয়োজনের অনুমতি চাইবে বাফুফে।