শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৮:৪৫ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শিল্পের বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে বছরে অর্ধ বিলিয়ন ডলার বাঁচাতে পারে বাংলাদেশ

লিহান লিমা: [২] নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ ফেলে দেয়া সুতা পুর্নব্যবহার যোগ্যকরে বছরে প্রায় অর্ধ বিলিয়ন ডলার বাঁচাতে পারে। ইডিএক্স স্টুডিও

[৩] সার্কুলার ফ্যাশন পার্টনারশিপ পরিচালিত একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প থেকে এসেছিলো প্রায় ৫ লাখ ৭৭টন বর্জ্য। এর মধ্যে অর্ধেকের বেশি বর্জ্য (প্রায় ২ লাখ ৫০ হাজার টন) ছিলো সুতা। এই প্রতিবেদনে উঠে আসে, বাংলাদেশের কারখানাগুলো পুর্নব্যবহারযোগ্য বাজারে সুতার বর্জ্য বিক্রি করতে পারে প্রায় ১০০ মিলিয়ন ডলারের।

[৪] এই প্রতিবেদনে উঠে আসে, বাংলাদেশ ২০১৯ সালে ১.৬৩ মিলিয়ন টন তুলা ও সুতা আমদানি করে, যার মূল্য ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়, দেশের কারখানা থেকে সৃষ্ট বর্জ্য যদি পুরোপুরিভাবে পুর্নব্যবহারযোগ্য করে তোলা যেতো তবে আমদানি ১৫ শতাংশ হ্রাস পেতো। যা বার্ষিক অর্ধ বিলিয়ন ডলারের খরচ বাঁচাতো।

[৫] এই গবেষণায় ফ্যাশন কোম্পানিগুলোর জন্য বৃত্তাকার নীতিকৌশল কতটা গুরুত্বপূর্ণ সেটির ওপর মূল নজর দেয়া হয়, বিশেষ করে বাংলাদেশের মতো এমন একটি দেশে যেখানে ইউরোপের বড় বড় কোম্পানিগুলো নিজেদের তৈরি পোশাক উৎপাদন করে।

[৬] বাংলাদেশ যে কোনো পোশাক উৎপাদনকারী দেশের চাইতে সবচেয়ে বেশি পুর্নব্যবহারযোগ্য টেক্সটাইল বর্জ্য উৎপাদন করে। পুর্নব্যবহারযোগ্য প্রযুক্তির উন্নত সংস্করণের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কাছে স্থানীয়ভাবে নিজেদের বর্জ্যকে পুর্নব্যবহারযোগ্য করে তোলার বিশাল সুযোগ রয়েছে যা বিদেশী কাঁচামালের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস করবে।

[৭] রিভার্স রিসোর্সের সহপ্রতিষ্ঠাতা নিন ক্যাসল বলেছেন, ‘যদি বাংলাদেশে পুর্নব্যবহারযোগ্য শিল্পকে দাঁড় করানো হয় তবে এটি কেবলমাত্র দেশের ব্যয় হ্রাস ও কার্বন নিঃসরণই কমাতেই ভূমিকা পালন করবে না একই সঙ্গে প্রতিযোগিতামূলক বিশ্বে বিরাট একটি অর্জন বয়ে নিয়ে আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়