শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বিপর্যস্ত খুলনা, দেশজুড়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

শিমুল মাহমুদ : [২] খুলনা বিভাগে প্রতিদিন করোনা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। গতকাল বিভাগের কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত এক দিনে রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে মারা গেছে ৮৫ জন। শনাক্ত হয়েছে আরো শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন।

[৩] দেশে শুধু জুন করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ৬৬০ জন। বিশেষ করে সীমান্ত এলাকায় সংক্রমণ অনেক বেড়েছে। চলতি সপÍাহে সংক্রমণ বেড়েছে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও রংপুর। শুধু রাজশাহীতে সাপ্তাহিক হিসেবে শনাক্তের হার কমেছে। এ ছাড়া, কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে সিলেট। এক সপ্তাহে বেশিরভাগ মৃত্যু হয়েছে খুলনায়।

[৪] নমুনা পরীক্ষা অনুযায়ি ঢাকা বিভাগে শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ, ময়মনসিংহে ১৪.৬১, চট্টগ্রামে ২০.৫৯, রাজশাহীতে ১৮.০৪, রংপুরে ৩৪.৪৬, খুলনায় ৩৯.৭২, বরিশালে ২২.৪৩ ও সিলেটে ২২.২৬। সংক্রমণে শীর্ষে থাকা জেলার মধ্যে রয়েছে, খুলনা বিভাগে- চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর ও সাতক্ষীরা। ঢ্কাা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, টাঙ্গাইল। রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাও, কুড়িগ্রাম, বরিশালে বিভাগেন, বরিশাল ও ঝালকাঠি।

[৫] বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালে অনেক বেড ও আইসিইউ খালি আছে। তবে, সীমান্ত এলাকার হাসপাতালগুলোর চিত্র ভিন্ন। আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং করা হচ্ছে অনেক বেশি। কোয়ারেন্টিনের সংখ্যা বাড়ছে।

[৬] প্রতিনিধিরা জানান, বাস্তবে খুলনার পরিস্থিতি তারচেয়ে আরও বেশি ভয়াবহ। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালসহ সেখানকার অন্তত তিনটি হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী আছে বর্তমানে। রয়েছে, চিকিৎসক ও নার্স সংকট, সেই সঙ্গে আইসিইউ, অক্সিজেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়