শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রকেট ও নগদে ফি জমা দিতে পারবে জবি শিক্ষার্থীরা

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভর্তি,পরীক্ষাসহ অন্যান্য ফি জমা দিতে চালু হয়েছে রকেট সেবা।ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত হয়েছে রকেটের মাধ্যমে বিভিন্ন ফি প্রদানের ম্যানুয়াল। রাতে চালু হবে নগদ সেবা।

[৩] বুধবার (২৩ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

[৪] ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন,ইতিমধ্যেই রকেট সেবা যুক্ত হয়েছে। বুধবার রাতের মধ্যে নগদ সেবাও হবে। নগদ কর্তৃপক্ষ সার্ভিস চালু করলে সেটির ম্যানুয়াল আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত করে দিব। রকেট সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীরা এখন যেকোন জায়গা থেকে সহজেই ফি জমা দিতে পারবে।

[৫] এসময় তিনি আরও বলেন, এখন ফি জমা দিতে যেসব সমস্যা হবে সেগুলো অভ্যন্তরীণ সমস্যা। ফি জমা দেয়ার সাথে একজন শিক্ষার্থীর কিছু বিষয় জড়িত।এখন যদি কোন শিক্ষার্থী ফি জমা দিতে সমস্যার সম্মুখীন হয়ে তাহলে আইটি দপ্তরে যোগাযোগ করলেই সেটি সমাধান করে দেয়া হবে৷ এক্ষেত্রে সরাসরি না এসে আইটি দপ্তরের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে। তাহলে সংশ্লিষ্টরা সমস্যা সমাধান করতে পারবে।

[৬] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই নতুন অপারেটর যুক্ত করা হয়েছে।তবে আইটি দপ্তর এবিষয়ে বিস্তারিত জানে।

[৭] উল্লেখ্য, চলতি বছরের পহেলা এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ও পরীক্ষার ফিসহ অন্যান্য ফি জমা দেয়ার সুবিধার্থে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের সাথে চুক্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়