শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের মাধ্যমেই বঙ্গবন্ধু ১৯৬৬ সালে বাংলার জনগণকে বাঙ্গালী জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করে ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন।

[৩] তিনি আরো বলেন, সেই ৬ দফা আন্দোলনের পথ বেয়েই ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচনে বাঙ্গালীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ ও ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

[৪] বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলরদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

[৫] আতিকুল ইসলাম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে জনকল্যাণে কাজ করতে হবে।

[৬] ডিএনসিসির নির্বাচনে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে সিটি করপোরেশনবাসীর ভোটে মেয়র নির্বাচিত হওয়া তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমাদের সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

[৭] তিনি বলেন, বাংলা ভাষাসহ বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর যে অতুলনীয় অবদান তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঙ্গালী জাতি তাঁকে গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করবে চিরকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়