শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যয়বহুল শহরের তালিকায় ৪০তম ঢাকা

সাদেক আলী : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিকে পেছনে ফেলেছে ঢাকা। মঙ্গলবার (২২ জুন) এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ‘মার্সার’। ২০২১ সালের এই জরিপের জন্য ২০৯টি শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র : ইত্তেফাক

‘মার্সার ২০২১ কস্ট অব লিভিং সিটি র‌্যাংকিং’ শীর্ষক এ জরিপে উঠে আসা ২০৯টি শহরের মধ্যে বাংলাদেশের একমাত্র ঢাকা রয়েছে। ২০২০ সালে এ শহরের অবস্থান ছিল ২৬তম। সে হিসাবে এবার অবস্থান বদলেছে ১৪ ধাপ। একটি নির্দিষ্ট শহরে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য শহরটি কতটা ব্যয়বহুল, তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

এবারের বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে ৭৮তম অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, ১১৭তম ভারতের নয়াদিল্লি, ১৪৮তম চেন্নাই, ১৭০তম বেঙ্গালুরু, ১৮১তম কলকাতা, ১৮৫তম শ্রীলঙ্কার কলম্বো, ১৯৯তম পাকিস্তানের ইসলামাবাদ এবং ২০১তম স্থানে রয়েছে করাচি।

ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা উন্নত বিশ্বের অনেক শহরকেই পেছনে ফেলেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, শিকাগো, বোস্টন, ইতালির রোম, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সুইডেনের স্টকহোম, মালয়েশিয়ার কুয়ালালামপুর, জার্মানির ফ্রাংকফুর্ট, নরওয়ের অসলো, রাশিয়ার মস্কো, স্পেনের মাদ্রিদ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নের মতো শহরও রয়েছে।

এ তালিকা তৈরিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বসবাসের খরচকে মানদণ্ড হিসেবে ব্যবহার করে অন্য শহরগুলোকে তুলনা করা হয়েছে। এতে ২০০টি পণ্য বা সেবার দাম বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে আছে বাসাভাড়া, খাবার, পোশাক, যাতায়াত, বিনোদনের খরচ। সিনেমা দেখার টিকিটের দামের পার্থক্য, এক কাপ চা ও কফির দাম, এক লিটার বোতলজাত পানি, পেট্রল ও দুধের দামের মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিটি পণ্যের দাম মার্কিন ডলারের বিপরীতে একটি শহরে প্রচলিত মুদ্রার ওঠানামার সঙ্গে তুলনা করা হয়েছে।

এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে তুর্কমেনিস্তানের আশগাবাত। গত বছর শহরটি ছিল দ্বিতীয়। মার্সার ফ্রান্স গ্লোবাল মবিলিটি প্র্যাকটিস লিডার জ্যঁ-ফিলিপে সারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্যস্ফীতির কারণেই আশগাবাত দ্বিতীয় স্থান থেকে এ বছর প্রথম স্থানে উঠে এসেছে।’

ব্যয়বহুল শহরের শীর্ষ দশের অর্ধেকের বেশি এশিয়ার। বাকি শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে হংকং, তৃতীয় লেবাননের বৈরুত, চতুর্থ জাপানের টোকিও, পঞ্চম সুইজারল্যান্ডের জুরিখ, ষষ্ঠ স্থানে চীনের সাংহাই, সপ্তম সিঙ্গাপুর, অষ্টম সুইজারল্যান্ডের জেনেভা, নবম চীনের বেইজিং এবং দশম স্থানে রয়েছে সুইজারল্যান্ডের বার্ন। কম ব্যয়বহুল শহরের দিক থেকে প্রথম স্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক, দ্বিতীয় জাম্বিয়ার লুসাকা, তৃতীয় জর্জিয়ার তিবলিসি, চতুর্থ তিউনিশিয়ার তিউনিশ এবং পঞ্চম স্থানে ব্রাজিলের ব্রাসিলিয়া। এবারের তালিকায় দেখা গেছে, আশগাবাতসহ অনেক শহরই করোনা মহামারির কারণে অর্থনৈতিক দুর্দশায় নিপতিত হয়েছে। এর মধ্যে দুবাইসহ কিছু শহর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখায় জীবনযাত্রার ব্যয় কমেছে। ক্যারিয়ার প্রেসিডেন্ট এবং মার্সার স্ট্র্যাটেজির প্রধান ইলিয়া বনিক বলেন, ‘আন্তর্জাতিক ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে বসবাসের খরচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এ ক্ষেত্রে নতুন একটি জটিলতা তৈরি করেছে করোনা মহামারি। স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মক্ষেত্র, নীতি শিথিলতা—সব ক্ষেত্রেই দীর্ঘ মেয়াদে প্রভাব ফেলেছে কভিড-১৯।’

এর আগে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের একটি জরিপে ২০২১ সালের বাস অযোগ্য শহরের তালিকায় দেখা গেছে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। বাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার নাম রয়েছে ১৩৭ নম্বরে। সূত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়