শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিন সংকট সমাধানে ন্যামকে এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক: [২] ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে গড়ে ওঠা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) নীতিগত পদক্ষেপ নেওয়ার আহবান জানিযেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৩] মঙ্গলবার ভার্চুয়ালি ফিলিস্তিন সম্পর্কিত ন্যাম কমিটির মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে এ আহবান জানিয়ে নিরাপদ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বাহিনী কর্তৃক সাম্প্রতিক যুদ্ধবিরতি এবং নির্বিচারে তাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ড. মোমেন।

[৪] এ সময় তিনি ফিলিস্তিন সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনের সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী জটিল পরিস্থিতি তৈরি করেছে।

[৫] ইসরায়েল আন্তর্জাতিক আইন, নিয়ম ও নীতি লঙ্ঘন করায় ন্যামকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

[৬] মোমেন বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক চলমান তদন্তে ন্যামের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে চলমান এই সঙ্কটের ন্যায়সঙ্গত, টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য ন্যামকে তার প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।

[৭] এ সময় মোমেন ফিলিস্তিনের জনগণের জন্য ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় সমর্থনের কথা স্মরণ করে তিনি ফিলিস্তিনের স্থিরতা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বাংলাদেশের সংহতি ও অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

[৮] ভার্চুয়াল বৈঠকে ড. মোমেন ফিলিস্তিনের জরুরি মানবিক চাহিদা মেটাতে ন্যামকে কোভিড-১৯ টিকা নিশ্চিত করতে আহ্বান জানান।

[৯] বৈঠকে ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, কিউবা, মিশর, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়