শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে আধাসামরিক প্রশিক্ষণ পেয়েছিলো সাংবাদিক জামাল খাসোগজির খুনিরা: নিউ ইয়র্ক টাইমস

আসিফুজ্জামান পৃথিল: [২] তবে ওই খুনিরা যে জামাল খাসোগিকে হত্যা করবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র জানতো, এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সৌদি আরবের ওই গ্রুপটিকে প্রশিক্ষণ দিয়েছিলো টিয়ার ১ গ্রুপ। এর মালিকানা সারবারাস ক্যাপিটাল ম্যানেজমেন্টের। তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আইনের অধীনে মিডিয়ার রিপোর্টিংয়ে লাইসেন্স সংক্রান্ত প্রতিরক্ষা বিষয়ক কোনো বিষয়ে মন্তব্য করতে পারে না মন্ত্রণালয়। নিউ ইয়র্ক টাইমস

[৩] প্রাইস জানান, সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি হবে আইনকে অগ্রাধিকার দিয়ে ও মানবাধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনস্যুলেটের ভিতর নৃশংসভাবে হত্যা করা হয় ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগজিকে। তিনি ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক।

[৪] সারবেরাসের সিনিয়র নির্বাহী লুইস ব্রেমার নিশ্চিত করেছেন, সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার সঙ্গে জড়িত চার সদস্যকে তার কোম্পানি প্রশিক্ষণ দিয়েছিলো। গত বছর ট্রাম্প প্রশাসনের অধীনে তিনি পেন্টাগনের মনোনয়ন চেয়েছিলেন। এ সময় কংগ্রেস সদস্যদের প্রশ্নের জবাবে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্প প্রশাসন তা কংগ্রেস সদস্যদের সামনে উপস্থাপন করেনি। ব্রেমার বলেছেন, ওই সময়কার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অন্য এজেন্সিগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি শক্তিকে প্রশিক্ষণ দেয়ার জন্য দায়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়