শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন শর্তগুলো মেনে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

নিজস্ব প্রতিবেদক : [২] পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৭ জুলাই বাংলাদেশ সফরে আসবে অজিরা। এর মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া ১৫ জনের চূড়ান্ত দলও ঘোষণা করেছে। যদিও দেয়া হয়নি সূচি। তবে সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু কঠিন শর্ত দিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৩] প্রথম শর্ত অস্ট্রেলিয়া চায় পাঁচ ম্যাচের সিরিজটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে। তবে বিসিবি চাচ্ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও কয়েকটি ম্যাচ আয়োজনের। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি ভেন্যুতেই খেলতে চায়, অন্যথায় খেলতে আসবে না তারা।

[৪] দ্বিতীয় শর্তে অস্ট্রেলিয়া জানায়, ঢাকা পৌঁছে বিমানবন্দরে উন্মুক্ত ইমিগ্রেশন না করে দলের একজন প্রতিনিধির কাছে সব পাসপোর্ট রেখে সবাই টিম হোটেলে উঠবে। এমনকি টিম হোটেলও হতে হবে তারা যেমন চায়। সেক্ষেত্রে টিম হোটেলে প্রবেশ করতে পারবে না বাইরের কেউ।

[৫] বিসিবিও ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শর্তগুলো মেনে নিয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। বাংলাদেশ সফরে আসার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কিছু দাবি ছিল। সেসব নিয়ে কাজ করেছি আমরা। এক ভেন্যুতেই সিরিজের ৫টি ম্যাচ আয়োজন করা হবে। অস্ট্রেলিয়া দল ইমিগ্রেশন থেকে সরাসরি হোটেলে যাবে। বিমানবন্দরের প্রক্রিয়া শেষে তাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। - বিসিবি/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়