শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১১:২৪ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলামী ক্ষুদ্রঋণ গবেষণায় বিশ্বের সেরা গবেষক হলেন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: [২] গত দুই দশকে ইসলামী ক্ষুদ্রঋণ বিষয়ক গবেষণায় বিশ্বব্যাপী প্রকাশিত গবেষণা প্রবন্ধের পর্যালোচনা জরিপে সেরা গবেষক হিসেবে উঠে এসেছে মালয়েশিয়ায় কর্মরত ড. আবুল বাশার ভূঁইয়ার নাম। ‘Islamic Microfinance: A Bibliometric Review’ শিরোনামে এই গবেষণা সমীক্ষা দলের নেতৃত্ব দেন আমেরিকার University of New Orleans এর বাংলাদেশী বংশোদ্ভূত এবং বিশ্বে ইসলামিক ফিনান্স গবেষণা এন্ড পাবলিকেশনের অগ্রদূত অধ্যাপক ড. এম. কবির হাসান।

[৩] যিনি ২০১৬ সালে আইডিবি কর্তৃক ইসলামী ব্যাংকিং এবং ফিনান্স গবেষণা এবং প্রকাশনায় সর্বচ্চ পুরষ্কার লাভ করেন। তারই নেতৃত্বে রিভিউ গবেষণা প্রবন্ধটি গত ১২ জুন প্রকাশিত হয়। বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রকাশনা সংস্থা Elsevier এর publication database, ScienceDirect এর আওতাধীন, Web of Social Science এবং Scopus নিবন্ধিত Global Finance Journal এ।

[৪] এই পর্যালোনামূলক গবেষণা প্রবন্ধটি ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য ৩টি প্রকাশনা প্ল্যাটফর্ম Web of Social Science and Scopus এবং Google Scholar এ প্রকাশিত ১ হাজার ১৫২টি গবেষণাপত্রের উপর সমীক্ষা চালিয়ে চারটি পৃথক
ক্যাটাগরিতে এইচ-ইনডেক্স, জি-ইনডেক্স এবং এম-ইনডেক্স বিবেচনার মধ্যদিয়ে ফলাফল প্রকাশ করা হয়।

[৫] ইসলামী ক্ষুদ্রঋণ গবেষণায় বেস্ট কান্ট্রি ক্যাটাগরিতে মালয়েশিয়া সবচেয়ে এগিয়ে এবং একই দেশের International Islamic University (IIUM) সেরা বিশ্ববিদ্যালয় এবং International Journal of Systems and Ethics সর্বাধিক প্রাসঙ্গিক জার্নাল হিসেবে জায়গা করে নেয়।

[৬] ইসলামী ক্ষুদ্রঋণ গবেষণায় একক গবেষক হিসাবে সর্বাধিক প্রবন্ধ প্রকাশ এবং অন্যান্য গবেষকদের গবেষণায় তার ব্যবহৃত গবেষণা মডেল রেফারেন্স হিসাবে ব্যবহার, উভয় র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসেন ড. আবুল বাশার ভূঁইয়া। তিনি বর্তমানে মালয়েশিয়ার সেলাংগরের
প্রাদেশিক বিশ্ববিদ্যালয় University of Selangor (UNISEL) এর ব্যাবসায় শিক্ষা ও হিসাববিজ্ঞান অনুষদে সহযোগি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। গত এক দশক ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা ও পাঠদান করে আসছেন। একই
সাথে ইন্টারন্যাশনাল জার্নাল অব শারিয়াহ এন্ড কর্পোরেট গভর্ন্যান্স রিসার্সের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাথেও সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন তিনি। এ পর্যন্ত বিভিন্ন প্রসিদ্ধ আন্তর্জাতিক জার্নালে প্রায় একশোটির অধিক প্রবন্ধ প্রকাশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলাদেশী এই সফল গবেষক।

[৭] ২০১২ সালে ক্ষুদ্রঋণ ও টেকসই জীবকা নির্বাহ বিষয়ের উপর মালয়েশিয়ার National Univerisity (UKM) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

[৮] ড. আবুল বাশার ভূঁইয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পূর্ব পিটুয়ার কান্দি গ্রামের মুহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়ার সন্তান। নিজ এলাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে মালয়েশিয়ায় পার্মান্যান্ট রেসিডেন্ট প্রাপ্ত হয়ে সস্ত্রীক পরিবার সহ বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে এক কন্যা ও পুত্র সন্তানের জনক তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়