শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৯:৪৯ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিটকয়েনকে সমর্থন দেয়া বন্ধ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিলো চীন

লিহান লিমা: [২] ডিজিটাল মুদ্রার লেনদেনকে সমর্থন দেয়া বন্ধ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে চীনের কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার দেশটির সিচুয়োন প্রদেশের একটি বিটকয়েন প্রস্তুতকারক প্রকল্প বন্ধ করে দেয়া হয়। বিবিসি

[৩] চীনের এই নির্দেশের পর সোমবার বিটকয়েনের দর ১০শতাংশ কমে যায় তবে এশিয়ার বাজারে এর দর মঙ্গলবার পর্যন্ত স্থিতিশীল হয়েছে। এপ্রিলে এর দর সর্বোচ্চ ৬৩ হাজার ডলারে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত এর দর ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

[৪] সোমবার চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চীনা (পিবিওসি) জানায়, তারা সম্প্রতি প্রধান প্রধান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ক্রিপ্টোকারেন্সির বাণিজ্য নিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে। ব্যাংগুলোকে বাণিজ্য ও লেনদেনে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে মানা করা হয়েছে।

[৫] চীনের তৃতীয় বৃহত্তম ব্যাংক ‘এগ্রিকালচার ব্যাংক অব চীনা’ বলেছে, তারা বিবিওসি’র নীতিমালা অনুসরণ করছে এবং কোনো সদস্য ক্রিপ্টোকারেন্সি তৈরি বা লেনদেনের মতো অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত কি না তা নজর রাখছে।

[৬] চীনের পোস্টাল সেভিং ব্যাংক বলেছে, তারাও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের কোনো সেবা দিচ্ছে না ।

[৭] অর্থনৈতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যান্ট গ্রুপ’ এর অধিকৃত চীনের মোবাইল ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে বলেছে, অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন শনাক্ত করতে তারা নজরদারীমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

[৮] ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, গত বছর বৈশ্বিক বিটকয়েন উৎপাদনের ৬৫ভাগই হয়েছিলো চীনে। সিচুয়ান ছিলো বিটকয়েনের দ্বিতীয় শীর্ষ উৎপাদক।

[৯] গত মাসে চীনের ক্যাবিনেট জানায় তারা অর্থনৈতিক ঝুঁকি নিয়ন্ত্রণ প্রচারণার আওতায় ক্রিপ্টেকারেন্সি উৎপাদন ও বাণিজ্যের ওপর অভিযান চালাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়