শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেল স্টেশনে দ্রুত বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা সংসদীয় কমিটির

মনিরুল ইসলাম: [২] দেশের সব রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

[৩] মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে প্রতিকৃতি স্থাপনের এই তাগাদা দেওয়া হয়।

[৪] বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে বলেছি। কোনও ভাস্কর্য নয়, এটি হবে প্রতিকৃতি। স্টেশনগুলোর দেয়ালে সিরামিক দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ছবি) তৈরি করা হবে।

[৫] জানা যায়, এর আগে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে দেশের রেলওয়ে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করা হয়েছিল।

[৬] বৈঠক সূত্র জানায়, মঙ্গলবারের বৈঠকে স্টেশনগুলোতে কীভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি হবে, তা নিয়ে পর্যালোচনা করা হয়। এসময় সারাদেশে নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে যেভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়। পরে কমিটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের প্রতিকৃতি যে সিরামিক দিয়ে তৈরি করা হয়েছে, তা পর্যালোচনা করে প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে।

[৭] উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যালোচনা করে রেল স্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে কমিটি।

[৮] বৈঠকে কমিটির জরাজীর্ন রেলওয়ে স্টেশনগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার সুপারিশ ককরা হয়েছে।

[৯] কমিটি রেলওয়ের কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদফতরে বিদ্যমান কমিটির গঠন পর্যালোচনার সুপারিশ করে। চট্টগ্রামের পাহাড়ে রেলওয়ের জায়গায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করে কমিটি।

[১০] কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়