শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরও ৭৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ

শাহীন খন্দকার, সাদেক আলী: [২] দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭০২ জনে। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৪৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে।

[৩] মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। এই সময়ে ২৫ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ।

[৪] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৮ জন, ২১-৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। এদের মধ্যে ৪২ জন পুরুষ ও ৩৪ জন নারী।

[৫] মঙ্গলবার খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। এ সময় সর্বাধিক মৃত্যু ও শনাক্ত হয়েছে খুলনা জেলা ও মহানগরীতে। খুলনা বিভাগে ৯৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা ।

[৬] রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ কমলেও মৃত্যু হয়েছে ১৪ জনের । যশোর সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন ১০ জন। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৮৮জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ৬ জন মারা গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়