শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলামাবাদকে উড়িয়ে দিয়ে ফাইনালে রিজওয়ানের মুলতান সুলতানস

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান সুপার লিগে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মুলতান সুলতানস। কোয়ালিফায়ার ম্যাচে গ্রুপ পর্বে শীর্ষে থাকা ইসলামাবাদ ইউনাইটেডকে মাটিতে নামিয়ে ফাইনালে উঠেছে রিজওয়ানের দল।

[৩] ইসলামাবাদকে তারা হারিয়েছে ৩১ রানে।হেরে গেলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে ইসলামাবাদের। তাদের সামনে এখন দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ। যেখানে পেশোয়ার জালমির মুখোমুখি হবে তারা।

[৪] টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮০ রান করে মুলতান। জবাবে ১৯ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় ইসলামাবাদের ইনিংস। বল হাতে দারুণ চমক দেয়া সোহেল তানভির জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

[৫] জয়ের লক্ষে খেলতে নেমে ইসলামাবাদের হয়ে একমাত্র উসমান খাজাই যা লড়াই করেছেন। বাকিরা ছিলেন বলতে গেলে ব্যর্থই। ৪০ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন খাজা। তার ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছক্কার মার। এদিন ঝড় তুলতে পারেননি কলিন মুনরো। সোহেল তানভিরের বলে হয়ে যান গোল্ডেন ডাক। [৬] বাকিদের মধ্যে হুসাইন তালাত সর্বোচ্চ ২৫ রান করেন। বল হাতে মুলতানের হয়ে সোহেল তানভির ও মুজারাবানি তিনটি করে উইকেট নেন। ইমরান তাহির দুটি, ইমরান খান এক উইকেট লাভ করেন।

[৭] এর আগে ব্যাট করতে নেমে মুলতানের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৯ রান করেন শোহাইব মাকসুদ। সাতটি চার ও তিন ছক্কা ছিল তার ইনিংসে। ২১ বলে ৪১ রান করেন জনসন চার্লেস। ২২ বলে পাঁচ ছক্কায় শেষের দিকে ৪২ রানে অপরাজিত থাকেন খুশদিল শাহ। ৯ বলে ১২ রানে নট আউট তানভির। ওপেনার শান মাসুদ করেন ২২ বলে ২৫ রান।

[৮] ইসলামাবাদের হয়ে বল হাতে ফাহিম আশরাফ ও শাদাব খান দুটি, আকিফ জাভেদ এক উইকেট লাভ করেন।

[৯] সংক্ষিপ্ত স্কোর :
মুলতান সুলতানস ১৮০/৫(২০)
মাকসুদ ৫৯, খুশদিল ৪২
সাদাব ২/২৫, ফাহিম ২/৩৫
- ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়