শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলা ভিত্তিক লকডাউনে শ্রীপুরের চিত্র

মোতাহার খান : গাজীপুরের শ্রীপুরে ঢিলেঢালা লকডাউন পালিত হচ্ছে। মহাসড়ক ও আশপাশের সংযোগ সড়কে গণপরিবহন ও যাত্রীদের চলাচল আছে চোখে পড়ার মত। করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত জেলাভিত্তিক লকডাউনের আওতায় প্রথমবারের মত যুক্ত হয়েছে শিল্পাঞ্চল গাজীপুর। গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন হাটবাজার, শপিংমল খোলা রয়েছে।

সরকারের ঘোষিত প্রজ্ঞাপনের নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রশাসনের নেই কোনো তৎপরতা।
আঞ্চলিক সড়কে রয়েছে আগের মতই গাড়ির চাপ। পৌর শহরের হাতেগোনা কয়েকটি শপিং মল বন্ধ থাকলেও উপজেলার বিভিন্ন বাজারে কার্যক্রম আগের মতই চলছে।

জেলা বৃত্তিক লকডাউন কেমন হচ্ছে জানতে চাইলে ভ্যান চালক আলী মিয়া বলেন, লকডাউন বুঝি না। সারাদিন কাজ করলে খাবার জুটবে। আর ভ্যানগাড়ি না চালালে খাবার কে দিবে। ভ্যান চালক আলী মিয়ার মতে লকডাউন শুধু নামে মাত্র।

মোদী দোকানী মো. রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন পর পর হঠাৎ করে লকডাউন দেয়ার ফলে আমাদের ব্যবসার চরম ক্ষতি হয়। উপজেলার বিভিন্ন হাটবাজারের কার্যক্রম আগের মতই চলছে। লকডাউন শুধু পৌর শহরে।
পৌর শহরের

মাওনা চৌরাস্তায় কিতাব আলী প্লাজার মালিক মো. আশরাফুল ইসলাম রতন বলেন, বার বার লকডাউন বাস্তবায়নে মার্কেটের ব্যবসায়ীরা দারুণ ভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে। সব কিছুই চলছে তবে লকডাউন কি শুধু শপিং মলে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা মোস্তারী বলেন, লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে জনগণকে সচেতন করা হচ্ছে। আর যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়