শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্বাক্ষর জালকারী আটক

আশরাফুল নয়ন:[২] নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্বাক্ষর জাল করে প্রতারনা চক্রের মুলহোতাসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (২১জুন) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং জেলা গোয়ান্দো পুলিশের (ডিবি) যৌথ অভিযানে মান্দার কসব ইউনিয়নের পলাশবাড়ী ও পাঁজরভাঙ্গা থেকে তাদের আটক করা হয়। আ

[৩] টক মুলহোতা অসীম হোসেন (২০) পলাশবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং পলাশবাড়ী বাজারের তাদের হার্ডওয়ার দোকান থেকে আটক করা হয়। এছাড়া অন্যদের পাঁজরভাঙ্গা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় এনএসআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও বেলা ১১ টায় পুলিশ সুপারের প্রেস বিফ্রিং থেকে এ তথ্য জানা যায়।

[৪] জানা গেছে, অসীম হোসেন এসএসসি পাশ করার পর কম্পিউটার কিছু কাজ শিখে। এরপর একটি দোকান দেয়। দোকানে বসে গোপনে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজি এনএসআই, ডিজি কোস্টগার্ড, ডিজি বিজিবি ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো সহ প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে।

[৫] এরপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রধানমন্ত্রী এবং এনএসআই এর মহাপরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন অফিসে ডিও লেটার প্রদানের তথ্য জানতে পারে। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে দীর্ঘদিন যাবত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা গোয়ান্দো পুলিশ (ডিবি) নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন।

[৬] পরবর্তীতে এনএসআই ও পুলিশ সুপার নওগাঁর সার্বিক সহযোগিতায় সোমবার অভিযান পরিচালিত হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করে জানায় প্রধানমন্ত্রী, ডিজি এনএসআই সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার প্রদান করেছে।

[৭] একটি সূত্র মতে, জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য প্রাপ্তির পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র,দুইটি মোবাইল সেট এবং একটি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ডিও লেটারের কপি জব্দ করা হয়।আরো জানা গেছে, সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করছে এই শ্রেণীর পেশাদার প্রতারক চক্র।

[৮] ধর্ষণ, জঙ্গীবাদ, মাদকসহ অন্যান্য সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে।

[৯] নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, চারজনকে আটক করা হলেও মুলহোতা অসীম হোসেন। সে কম্পিউটার দিয়ে স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছিল। এছাড়া কিছু ছবিও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) ডিবি পুলিশ বাদি হয়ে অসীম হোসেনের বিরুদ্ধে পেনাল কোড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়