শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী‌তে পুলিশের নানামুখী কার্যক্রম উপল‌ক্ষে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে মতবিনিময় সভা

মোঃ ইউসুফ মিয়া: [২] রাজবাড়ী জেলা পু‌লি‌শের আ‌য়োজ‌নে সোমবার (২১ জুন) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবা‌দিক‌দের সঙ্গে মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

[৩] রাজবাড়ী পু‌লিশ সুপার এম,এম,শা‌কিলুজ্জানের সভাপ‌তি‌ত্বে সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে এবং রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রত্যক্ষ তত্বাবধানে জনগণের দোর গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়র জন্য নি‌র্দেশের ল‌ক্ষে রাজবাড়ী জেলা পুলিশ “বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন“এই স্লোগানকে সামনে রেখে বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বার সম্বলিত ৪৮টি বিট এলাকায় প্রতিটি বাড়িতে সাটানোর জন্য ১ লাখ স্টিকার বিতরণ করেন।

[৪] এছাড়া রাজবাড়ী জেলার বি‌ভিন্নস্থান থে‌কে হা‌রি‌য়ে যাওয়া মোবাইল ফোন‌ তথ্যপ্রযু‌ক্তির মাধ্য‌মে ২২টি বি‌ভিন্ন নামীয় মোবাইল ফোন উদ্ধার ক‌রে প্রকৃত মালিকের হা‌তে তু‌লে দেওয়া হয়। রাজবাড়ী জেলার ম‌ধ্যে মামলা দ্রুত সময়ে নিস্পত্তির বিষ‌য়ে জেলার সাংবাদিকদের সাথে আ‌লোচনা করেন। পরবর্তীতে পুলিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান মহোদয় রাজবাড়ী পৌরসভাধীন সজ্জনকান্দা এলাকায় বি‌ভিন্ন গি‌য়ে বড়পুল এলাকার বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বিট কার্যক্রমের প্রচার স্টিকার লাগিয়ে কার্যক্রম শুরু করেন। সেই সাথে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার ।

[৫] পুলিশ বিট কার্যক্রমের প্রচার স্টিকার জেলার রাজবাড়ী সদর, পাংশা ম‌ডেল থানা, কালুখা‌লি থানা, বা‌লিয়াকা‌ন্দি থানা,‌ গোয়ালন্দসহ ৫টি থানার থানার ভারপ্রাপ্ত অ‌ফিসার ইনচার্জগ‌নের হাতে তুলে দেওয়া হয়।

[৬] বিতরণ কা‌লে উপ‌স্তিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার মোঃ আনিসুজ্জামান, পাংশা থানার পুলিশ সার্কেল সুমন শাহা মজুমদার, ডি আই ১ মোঃ সাইদুর রহমান , রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসসহ ৫টি থানার অ‌ফিসার ইনচার্জগন উপ‌স্থিত ছি‌লেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়