শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক ডাউনের প্রথম দিনে গাজীপুরে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন

আতিকুর রহমান:[২] লক ডাউনের প্রথম দিনে গাজীপুরে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন সহ আন্তঃজেলা বাস চলাচল, এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে করোনা সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে প্রশাসনের তৎপরতা দেখা যায়নি। সাধারণ মানুষ মানছেন না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি।

[৩] ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় দিয়ে কিছু কিছু দূরপাল্লার গাড়ি ও আঞ্চলিক রোডে যানবাহন চলাচল করতে দেখা গেছে । তবে সাতটার পর তৎপরতায় বন্ধ হয়ে যায় এসব যানবাহন চলাচল। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন কর্মস্থলে যাওয়া লোকজন। অনেকে স্বাস্থ্য বিধি না মেনে মহাসড়কের পাশে জটলা করেন।

[৪] তবে সরকারের লকডাউন সিদ্ধান্তকে স্থানীয় অনেকেই স্বাগত জানিয়েছেন।দূরপাল্লার পরিবহণ বন্ধ থাকায় অনেক যাত্রী রিকশা অটোরিকশাসহ হালকা যানবাহন ব্যবহার করছেন।পুলিশ ও স্থানীয় প্রশাসনের দাবি, লকডাউন বাস্তবায়নে তারা মাঠে রয়েছেন।

[৫] মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, জনসমাগম এলাকায় মোবাইল টিম কাজ করছে। এলাকায় করা হবে সচেতনতামূলক মাইকিং। এদিকে গাজীপুরে গত ২৪ ঘন্টায় ৪৩ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে । এই নিয়ে জেলাতে ১১ হাজার ৯৮০ জন আক্রান্ত হয়েছেন । জেলাতে এখন পর্যন্ত ১০হাজার ৫৭১ জন সুস্থ হয়েছেন ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়