তাহেরুল আনাম : [২] দিনাজপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওযায় দ্বিতীয় ধাপের লকডাউন ২৮ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে প্রথম দিনে ২৪ ঘন্টায় আরো ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫০ টির মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১১০ টি এর মধ্যে সদরেই শনাক্ত হয়েছে ৭১ জন। শনাক্তের হার ৪৪ শতাংশ। জেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ১৫৫ জনে এদিকে বর্তমানে জেলায় মোট করোনা পজেটিভ রোগী রয়েছে ১১৪১ জন। সদরে দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওযায় সচেতন মানুষের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।
[৩] দিনাজপুর সদরে লকডাউনে ৭টি পয়েন্টে পুলিশ,বিজিবি এবং আনসার সদস্যরা কঠোর নজরদারির মধ্যে তাদের সার্বিক দায়িত্ব পালন করছেন। সদরের প্রধান পয়েন্টগুলির রাস্তাগুলি বাশ দিয়ে বাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তাতেও মানুষের চলাচলে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা।
[৪] মানুষ তাদের নানা মুখি কাজের অযুহাতে শহরে প্রবেশ করছেন। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সামাজিক ও শারীরিক দুরত্ব ও মাস্ক ব্যবহারে প্রচার প্রচারণা অব্যাহত থাকলেও বেশির ভাগ মানুষের মাঝে অনীহার ভাব লক্ষ করা গেছে। স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাদা আলদা ভাবে পর্যবেক্ষনসহ পুলিশ সর্বক্ষন তাদের টিম নিয়ে পাড়া মহল্লায় টহল অব্যাহত রেখেছেন। অন্যদিকে পাড়া মহল্লা গুলোতে দিন দিন করোনা পজেটিভ রোগীর সংখ্যা বাড়লেও আক্রান্ত পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানার কোন ইচ্ছা লক্ষ করা যায়নি।সম্পাদনা:অনন্যা আফরিন