শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

মোতাহার খান:[২] গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাদার্স কেয়ার এন্ড জেনারেল হসপিটালে বৃষ্টি আক্তার (২১) নামে এক গৃহবধূ একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছে। তাদের মধ্যে ৩ জন ছেলে শিশু ও দু'জন মেয়ে শিশু।

[৩] ৫ সন্তানের জননী বৃষ্টি আক্তার পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের মো. মোশাররফ হোসেন স্ত্রী।সোমবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় মাদার্স কেয়ার নামক হাসপাতালে বৃষ্টি আক্তার নামে এক নারী ৫ সন্তানের জন্ম দেয় হাসপাতালে সূত্রে জানাযায়, নরমাল ডেলিভারিতে ৫ টি শিশু সন্তানের জন্ম হয়।

[৪] ৫ শিশুর মধ্যে দু'জন জীবিত ও তিনজন মৃত জন্ম নেয়। জন্মের ত্রিশ মিনিটের মধ্যে জীবিত দু'জন শিশুর মৃত্যু হয়। ৫শিশুর মৃত্যু হলেও মা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

[৫] মাদার্স কেয়ার হাসপাতালে চিকিৎসক ডাঃ জহিরুন নেছা রেণু বলেন, নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোকে বাঁচানো সম্ভব হয়নি। দু'টি শিশু জীবিত জন্ম হলেও ত্রিশ মিনিটের মধ্যে দু'জন মারা যায়। মা সুস্থ থাকলেও তবুও ঝুঁকি রয়েছে।

[৬] মাদার্স কেয়ার হাসপাতালে ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার দিকে জরুরি অবস্থায় বৃষ্টি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার সময় নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়