শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৭:০৫ সকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেজোসকে পৃথিবীতে ফিরতে দিতে নারাজ কয়েক হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী ২০ জুলাই ফের মহাকাশে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি পিটিশনের আয়োজন করে চেঞ্জডট অর্গের ব্যবহারী হোসে অরিতিজ। পিটিশনের টাইটেল ছিল ‘জেফ বেজোসকে পৃথিবীতে ফিরতে দিয়েন না।’ এই পিটিশনের পক্ষে স্বাক্ষর করেছেন সাত হাজার লোক।

রকেট কোম্পানি ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস গত ৭ জুন ঘোষণা দেন তিনি, তার ভাই ও অন্য তিনজন সফরসঙ্গীসহ ভূপৃষ্ঠ থেকে ৬২ মাইল উপরে উঠবেন।

বেজোস ২৭ বছর আমাজানের সিইও পদে রয়েছেন। পদ ছাড়ার ১৫ দিন পর তিনি নিউ শেপার্ড নামের ওই নভোযানে মহাকাশ ভ্রমণ করবেন। উড্ডয়নের সে দিন ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে।

গত ১০ জুন বেজোসের ওই পিটিশনে চেঞ্জডট অর্গের ব্যবহারী হোসে অরিতিজ লিখেছেন, ‘এই পিটিশনে স্বাক্ষর করুন। এটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার। মানুষের ভাগ্য আজ আপনাদের হাতে।’ এটি লেখার পরই পিটিশনে ছয় হাজার ৮৩২ জন স্বাক্ষর করেন।

ভ্রমণের সংক্রান্ত পিটিশনে একজন লিখেছেন, জেফ বেজোস একজন সুপার পাওয়ারফুল লোক। তিনি একটি অনলাইন মার্কেটের দায়িত্ব নিয়ে ছদ্মবেশে আছেন। আরেকজন মন্তব্য করেছেন, বিশ্বজুড়ে বেজোস আধিপত্য করে যাচ্ছেন, আসলে তিনি একজন দুষ্ট লোক।

বেজোসকে উদ্দেশ্য করে অন্য আরেকজন লিখেছেন, ফিরে আসবেন না। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককেও নিয়ে যান।

বেজোস ও তার ভাইয়ের সফরকে ঘিরে রহস্য বাড়িয়েছেন নাম প্রকাশ না হওয়া এক ব্যক্তি। তিনি নিলামে দুই কোটি ৮০ লাখ নিউ শেপার্ডের খালি আসনের টিকিট কিনে নিয়েছেন। এরপরই ১৪০টি দেশের মানুষ নিউ শেপার্ডের ওপর আগ্রহী হয়ে ঘটে।

সূত্র: নিউজউইক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়