শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১২:৩৬ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক চালু, বিনা মূল্যে সেবা পাচ্ছে অসহায় মানুষ

অহিদ মুুকুল: [২] গত বছরের জুনের শেষ দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন নোয়াখালী জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) এস এম কামরুল হাসান শিপন। দেখেন, সড়কের পাশে দাঁড়ানো অটোরিকশায় শ্বাসকষ্টে ষাটোর্ধ্ব এক নারী ছটফট করছেন। তিনি দ্রুত ওই নারীকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। মায়ের বয়সী একজনকে চোখের সামনে মারা যেতে দেখে একটি অক্সিজেন ব্যাংক করার ভাবনা আসে তাঁর মাথায়। নিজের আগ্রহের কথা তিনি জেলার পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনকে বলেন। তিনিও রাজি হয়ে যান। এভাবেই যাত্রা শুরু ‘নোয়াখালী পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’এর।

[৩] গত বছরের ২৬ জুন ‘মানুষের জন্য আমরা’ স্লোগানে এসপি আনুষ্ঠানিকভাবে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন। এ বিষয়ে কামরুল হাসান বলেন, শুরুতে ১০টি বড় আকারের হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হয়। একে একে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বাড়তে থাকে। অল্প দিনেই যোগ হয় আরও ৪৫টি অক্সিজেন সিলিন্ডার। এখন ব্যাংকে সিলিন্ডারের সংখ্যা ৫৫টি। সব কটিই হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার। পুলিশ বিভাগের এই উদ্যোগে শামিল হয়ে সিলিন্ডার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে এসেনস অক্সিজেন ও আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠান দুটি বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে এবং অক্সিজেন রিফিল করতে এখনো সহযোগিতা করছে।

[৪] প্রথমে নোয়াখালী শহর ও আশপাশের এলাকার বাসিন্দাদের অক্সিজেন সেবা দিয়ে কার্যক্রম শুরু হয়। এখন এই ব্যাংকের সেবার পরিধি ছাড়িয়ে গেছে পাশের লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লা জেলাতেও। গত এক বছরে এসব অঞ্চলের ২৯৭ জনকে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে এই অক্সিজেন ব্যাংকের মাধ্যমে। এর মধ্যে নোয়াখালীর ২০৯ জন, লক্ষ্মীপুরের ৭৩, কুমিল্লার ৯ ও ফেনীর ৬ জন রোগী অক্সিজেন সেবা পেয়েছেন। সম্পূর্ণ বিনা মূল্যে এই অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। কল পাওয়ার সঙ্গে সঙ্গে গভীর রাতেও পুলিশ সদস্যরা নিজ উদ্যোগে গাড়িতে করে করোনা রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন।

[৫] নোয়াখালী জেলা পুলিশের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন দূরদূরান্তের স্বেচ্ছাসেবীরাও। তাঁদের একজন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির দলনেতা মো. সেলিম হোসাইন। তিনি স্থানীয় শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, গত বছর যখন করোনা ও শ্বাসকষ্টে চারদিকে লোকজন অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে অক্সিজেন ব্যাংকের কথা জানতে পারেন। পরে তিনি স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হন। তিনি পুলিশ অক্সিজেন ব্যাংক থেকে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রামগঞ্জের ৪৩ জন রোগীকে সেবা দিয়েছেন। তাঁদের মধ্যে আটজন মারা গেছেন। বাকিরা সবাই সুস্থ হয়েছেন। তিনি এমন মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তৃপ্ত বলে জানালেন।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়