শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানী, গ্রেপ্তার এক

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রবিবার রাতে এক প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগে লোকমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃত হলেন, বগুড়া জেলার শেরপুর থানার ধবলয় এলাকায় মৃত কোরবান আলীর ছেলে লোকমান হোসেন (৪৫)। সে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার আলী হোসেনের বাসার ভাড়াটিয়া।

[৪] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , গত কয়েক বছর আগে জামালপুর জেলার ইসলামপুর থানার বরন্ত এলাকায় থেকে রাইজ উদ্দিন তার পরিবারের লোকজন নিয়ে উপজেলার কালামপুর এলাকায় মানিকের বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার দুপুরে বাক প্রতিবন্ধী কিশোরী বাড়ির পাশে মেহেদি গাছ থেকে মেহেদী তুলতে থাকে একপর্যায়ে বখাটে লোকমান হোসেন ওই শিশুকে পেছন থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর অংশে স্পর্শ করে। পরে ওই মেয়েটি কান্না করে পরিবারের কাছে বিষয়টি জানায়।

[৫] পরে পরিবারের লোকজন আশেপাশের লোকজনকে জানালে স্থানীয় মাতব্বর ও বাড়ীর মালিক আলী হোসেন ঘরোয়াভাবে বসে অভিযুক্ত লোকমানকে ২১ বার কান ধরে উঠবস করায় ও সবার কাছে মাফ চাওয়ার নির্দেশ দেন। নির্যাতিত মেয়েটির বাবা রাইজ উদ্দিন বিচার প্রত্যাখ্যান করে রবিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রবিবার রাতে অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তার করেন।

[৬] কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, শ্লীলতাহানীর অভিযোগে লোকমান হোসেন কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়