শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ [২] গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউপি এলাকার অসহায়-দুঃস্থদের মাঝে নানা কারণে স্থগিতকৃত ভিজিডি কর্মসূচির বিপরীতে উত্তোলনকৃত মজুদ ৪ মাসের চাল একত্রে সোমবার (২১ জুন) দিনভর সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার অন্যান্য ইউপির বিপরীতে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ করা হয়। কিন্তু হোসেনপুর ইউপির চাল উত্তোলন করে ইউপি’র গুদামে মজুদ করা হয়। নানা কারণে সময়মত বিতরণ না করায় তা স্থগিত রয়ে যায়। এদিকে চলতি বছরের প্রায় ৬ মাস অতিবাহিত হলেও বিগত ৪ মাসের মজুদকৃত চাল বিতরণ স্থগিত থাকায় এলাকার সুবিধাভোগী ভিজিডি কার্ডধারীর মাঝে এ নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

[৪] তবে উপজেলা প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপে সব জল্পনা-কল্পনা শেষে প্রতিমাসে ৩০ কেজি করে যথাক্রমে জানুয়ারী থেকে এপ্রিল ৪ মাসের একত্রে ১’শ ২০ কেজি করে ২’শ ৬৬ জন সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হয়। দিনভর বিতরনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সার্বক্ষণিক উপস্থিতিতে চাল বিতরণ তদারকি করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার জান্নাতুন ফেরদৌসি, নিয়োজিত রিলিফ অফিসার (ট্যাগ) উপজেলা একাডেমিক সুপারভাইজার হুমায়ুন কবির। বিতরণ স্থলে এসময় ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ছাড়াও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

[৪] অপরদিকে চলতি বছরের মে এবং জুন মাসের বিপরীতে বরাদ্দপ্রাপ্ত চাল সময়মত উত্তোলন না করায় তা স্থগিত হয়ে যায়। তবে সংশ্লিষ্ট বিভাগের সুপারিশক্রমে তা পূনরায় বরাদ্দ প্রদান করা হয় বলে জানা যায়। বরাদ্দপ্রাপ্ত মে এবং জুন একত্রে দুই মাসের চাল আগামী ৩০ জুনের মধ্যে উত্তোলন এবং বিতরন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়