শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেড়ামারায় সাতদিনের জন্য লকডাউন শুরু

ইসমাইল হোসেন:[২] ভেড়ামারায় করোনার ভাইরাসের ভয়ালথাবার ১০৫ জন আক্রান্ত,৪জনের মৃত্যু। এই কারেণ সাতদিনের জন্য ভেড়ামারায় লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এই বিধিনিষেধ জারি করেন।

[৩] ২১জুন রাত ১২টা থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন  থাকবে বলে ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার দীনেশ সরকার একথা জানান।তিনি বলেন,কুষ্টিয়ার ভেড়ামারায় প্রায় ১০৫জন নারী-পূরুষ করোনায় পজিটিভ। এর মধ্যে গত ৩দিনে ৪জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে এ হার অনেক বেশি। করোনা শনাক্তের হার অনেক বেড়ে গেছে তাই নতুন করে লকডাউন ঘোষণা করা হলো।

[৪] লকডাইনে পৌর এলাকাসহ পুরো উপজেলায় ৬টি ইউনিয়নে সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, শপিং মল ও দোকান-পাট বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং চিকিৎসা সেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।খাবারের দোকান এবং হোটেল-রেস্তোরাঁগুলো,বাস সহ অন্যান্য যানবাহন ভেড়ামারা শহর ছেড়ে যাবে না এবং ভেড়ামারায় প্রবেশ করবে না।

[৫] দূরপাল্লার বাস মহাসড়ক ব্যবহার করতে পারবে। জরুরি সেবাদানকারী পরিবহন যেমন অ্যাম্বুলেন্স, খাদ্যদ্রব্য সরবরাহকারী পরিবহন ও চিকিৎসা সেবায় নিয়োজিত পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অনুষ্ঠানসহ গণজমায়েত হয় এমন সব অনুষ্ঠান বন্ধ থাকবে। শহরের সাপ্তাহিক-বাজার, চায়ের দোকান, পর্যটন স্থল, কমিউনিটি সেন্টার শিল্প-কারখানা বন্ধ থাকবে।

[৬] সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত কাচবাজার মদিও দোকান স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সরকারের রাজস্ব আদায়ে যুক্ত প্রতিষ্ঠান-দপ্তর এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নূরুল আমীন জানান, ৩১মে, ২জন, ২জুন, ৩জন, ৪জুন, ৩জন, ৫জুন, ২জন, ৬জুন, ২জন, ১০জুন, ৮জন, ১২জুন, ৬জন, ১৩জুন,১৪জন,১৪জুন,৪জন,১৫জুন,৫জন,১৬জুন,৬জন,১৭জুন,৮জন,১৮জুন১৯জুন,৮জন,২০জুন,৫জন। ১০৫ জন আক্রান্ত, গত ৩দিনে মারাগেছে ৪জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়