শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে বেসরকারী টেলিভিশন যমুনা টিভির জ্যেষ্ঠ সাংবাদিক “ উজ্জল” করোনায় আক্রান্ত

তপু সরকার : [২] দেশে প্রথম সারির বেসরকারী টেলিভিশন চ্যানেল ”যমুনাটিভি” ও দৈনিক পত্রিকা এবং শেরপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক ও শেরপুরজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আদিল মাহমুদ উজ্জল করোনায় আক্রান্ত ।

[৩] উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.মোবারক হোসেন জানান, সোমবার জেলা হাসপাতালের এন্টিজেন টেষ্টে আদিল মাহমুদ উজ্জল সাহেবের করোনা (পিজেটিভ) আসে

[৪] তিনি আরো জানান, শেরপুরে করোনা পরিস্থিতি খুবই খারাপ এবং এর মধ্য শেরপুর সদর ঝূঁকিপূর্ণ। গতকাল রবিবার শেরপুর সদরে রেকড্র্ পরিমান আক্রান্ত ৫৫জন এবং ২২% ।

[৫] সিনিয়র সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল বলেন, করোনাভাইরাসের কালে সাংবাদিকতার পথ খুঁজতে গিয়ে এই পুরোনো কথাগুলোর নির্যাস নতুন করে অনুভব করলাম। পাশাপাশি মানুষের অন্যের জন্য দরদ আর উদ্ভাবনী শক্তির টুকরো টুকরো গল্পও জানতে পারছি। জীবনের স্বাভাবিকতা আর অস্বাভাবিকতার ওপরে হয়তোবা নতুন আলো পড়ছে। হয়তো না।

[৭] সাংবাদিকের কাজ সময়ের সত্যকে খোঁজা-দেখা-জানা-বোঝা আর জনমানুষকে তা জানানো। যাচাই-বাছাই করা তথ্য কোনো পক্ষ না নিয়ে যথাযথ প্রেক্ষাপটসমেত জানানো। সাংবাদিকের সত্যান্বেষণকে এভাবে বর্ণনা করা যায়।

[৮] হোমকোয়ারেন্টিনে থাকা ..শেরপুর ফুটবল ফেডারেশনের সভাপতি ও শেরপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক মানিক দও বলেন, হৃদয় দিয়ে দেখা মানে নিজের ধারণা বা আবেগের বশে দেখা নয়। এ হলো মন দিয়ে, বোধ দিয়ে, চোখের দৃষ্টির সীমাবদ্ধতা ছাড়িয়ে সত্যকে দেখতে পারা।

[৯] জীবনের পটভূমিতে সত্যকে দেখা। এখন ছাপা কাগজে, টিভিতে, অনলাইনে খবরের সাইটে অথবা ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম-ইউটিউবে, সামনাসামনি অথবা ফোনের আড্ডায় অনেক মানুষ করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানতে চাইছে। নিজেকে আর প্রিয়জনকে নিরাপদে রাখার পরামর্শ খুঁজছে। তথ্য-পরামর্শেরও ঢল নামছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়