শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সভাপতির অনুমানের চেয়েও নাজুক বার্সেলোনার আর্থিক অবস্থা

স্পোর্টস ডেস্ক: [২] দেনার অঙ্ক দিন দিন বেড়েই চলেছে। সামনে হয়তো নিতে হবে আরও ঋণ। ক্লাবের বর্তমান আর্থিক পরিস্থিতিতে তাই চিন্তিত বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। জানালেন, দায়িত্ব নেওয়ার সময় যতটা ভেবেছিলেন, তার চেয়েও নাজুক তাদের আর্থিক অবস্থা।

[৩] যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে বার্সেলোনা সভাপতির পদ ছাড়েন জোজেপ মারিয়া বার্তোমেউ। এরপর মার্চের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে কাতালান ক্লাবটির সভাপতি হয়ে আসেন লাপোর্তা। এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি।

[৪] বার্সেলোনার মোট দেনা এখন ১২০ কোটি ইউরোর কাছাকাছি। বেতন কমানো ক্লাবটির জন্য হয়ে পড়েছে খুব জরুরি। খেলোয়াড়দের বেতন দেওয়ার জন্য মে মাসে তাদের ১০ কোটি ইউরো ব্যাংক ঋণ নিতে হয়েছিল বলে সংবাদমাধ্যমের খবর।

[৫] স্প্যানিশ পত্রিকা লা ভেনগার্দিয়াকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে ক্লাবের আর্থিক বিষয় নিয়ে দুর্ভাবনার কথা জানান লাপোর্তা। যতটা ভেবেছিলাম, ক্লাবের আর্থিক অবস্থা তার চেয়েও খারাপ। জানতাম যে, কঠিন পরিস্থিতিতে আমি ক্লাবের দায়িত্বে আসছি।

[৬] এখানে কিছু চুক্তি আছে, চুক্তির শর্তে বলা আছে আমরা কতটা কী করতে পারব। এমন কিছু বিষয় রয়েছে যা অবশ্যই (আগের বোর্ডের) ব্যাখ্যা করতে হবে এবং আমি কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি অস্বীকার করছি না। আমরা সবকিছু ব্যাখ্যা করব। তা না হলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। পুরনো ওই চুক্তিগুলো পুনর্গঠন করতে হবে বলে মনে করেন ৫৮ বছর বয়সী লাপোর্তা।

[৭] সেকেলে চুক্তিসহ আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমরা কী করতে পারি তা নিয়ে ভাবতে হবে। বিদ্যমান চুক্তিগুলো পরিবর্তন বা পুনর্গঠন করা যেতে পারে। এরপর আরও কঠোর পদক্ষেপ রয়েছে, যা আমাদের গ্রহণ করতে হবে না বলে আশা করি।

[৮] ব্যয় কমিয়ে আনার পরও লিওনেল মেসির সঙ্গে চার বছরের নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী বার্সেলোনা। এটির জন্য তাদের গুনতে হবে ৫০ কোটি ইউরোর বেশি। মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। লাপোর্তা আগে বেশ কয়েকবার বলেছেন, আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ভালোভাবে এগোচ্ছে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করার জন্য ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন তিনি।

[৯] আমি চাই মেসি যত তাড়াতাড়ি সম্ভব ‘হ্যাঁ’ বলুক, এটি আমাদের প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে। আমরা যোগাযোগ রাখছি। সে রোমাঞ্চিত এবং যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য আমি কৃতজ্ঞ। সের্হিও আগুয়েরোও সাহায্য করছে। আর্জেন্টিনা দলের সঙ্গে থাকাকালীন প্রতিদিনই তাকে ক্লাবে থাকার জন্য বলছে সে। - স্প্যানিশ পত্রিকা লা ভেনগার্দিয়া/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়