শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে সাংবাদিক হত্যা চেষ্টা, প্রধান আসামি জেল হাজতে

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক সেকেন্দার আলমকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মোনায়েম খাঁনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

[৩] আজ রবিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান মোনায়েম খাঁনকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। মোনায়েম খাঁন উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

[৪] জানা যায়, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক ‘আমাদের আলফাডাঙ্গা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সেকেন্দার আলমের ওপর গত ৬ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সময় মোটরসাইকেল যোগে ইফতার শেষে পবনবেগ তিন রাস্তার সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ১১ মে দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাথার অপারেশন শেষে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক সেকেন্দার আলম নিজেই বাদী হয়ে গোপালপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোনায়েম খাঁনসহ ৭ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৪।

[৫] মামলার পর থেকে প্রধান আসামি মোনাইম খাঁন ও তিন নং আসামি আরব আলী খাঁন পলাতক ছিলেন।

[৬] আজ রবিবার সকালে পলাতক দুই আসামী ফরিদপুর আদালতে আত্মসমর্পণ করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান মোনায়েম খাঁনকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন এবং তিন নং আসামী আরব আলী খাঁনের জামিন মঞ্জুর করেন। এজাহারভুক্ত বাকী ৫ আসামিরা আদালতের জামিনে আছেন।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়