শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১২:৪৭ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর পথে ইতালি যাত্রা বাংলাদেশিদের রেকর্ড

ডেস্ক রিপোর্ট : জীবনের মায়া তুচ্ছ করে ভয়াল সমুদ্রের বিপজ্জনক পথে কাঠ বা প্লাস্টিকের বোটে চড়ে ইউরোপ যাত্রায় নেতিবাচক রেকর্ড গড়েছেন বাংলাদেশিরা। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ হাজার তরুণ-যুবক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন। তার মধ্যে ২৬০৮ জন বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন এবং সেটা ধরেই ইতালি উপকূলে তাদের প্রাথমিক নিবন্ধন হয়েছে। অনিয়মিত ওই নাগরিকদের বেশির ভাগই অভিবাসন প্রত্যাশী, কেউবা রাজনৈতিক আশ্রয়প্রার্থী। ইউরোপভিত্তিক প্রতিষ্ঠিত জরিপ সংস্থা স্ট্যাটিস্তা ওই পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই সঙ্গে বিভিন্ন রকম গ্রাফ বা লেখচিত্রও প্রকাশ পেয়েছে, তাতে শীর্ষ স্থানে রাখা হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে তিউনিশিয়া। দেশটির ২১১৩ নাগরিক ৫ মাসে ইতালি পৌঁছে রিপোর্ট করেছেন।

অভিবাসন প্রত্যাশির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আইভোরিকোস্ট। দেশটির ১৪১০ নাগরিক দেশটিতে পৌঁছেছেন এবং তাদের নাগরিকত্বের বিষয়ে প্রাথমিক যে তথ্য শেয়ার করেছেন সে মতেই নিবন্ধন সম্পন্ন হয়েছে।

রিপোর্ট বলছে, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের পছন্দের গন্তব্য তালিকায় শীর্ষেই থাকছে ইতালি। গত ৭ বছরের চিত্র তাই। বেশির ভাগ সময় দ্বিতীয় অবস্থানে থাকলেও ২০২০ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী আশ্রয় নিয়েছিল গ্রীসে। তাদের বেশির ভাগই সমুদ্র পথে গ্রীস পৌঁছায়। তবে সেই বছরে স্থলপথেও ১৫০০ অভিবাসী গ্রীসে প্রবেশ করে। সে বছর ইতালি এসেছিল দ্বিতীয় স্থানে, এরপরেই ছিল স্পেন। ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি অভিবাসী ইউরোপ পৌঁছে ছিল ২০১৬ সালে। ওই বছর কেবল ইতালি উপকূলেই অবতরণ করেছিল ১ লাখ ৮১ হাজার অভিবাসন প্রত্যাশী। সর্বশেষ প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণে প্রচারিত স্ট্যাটিস্তার রিপোর্টে বলা হয়, ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের বড় অংশ আসে সাব-সাহারান আফ্রিকা থেকে। তবে উত্তর আফ্রিকায় শিকড় রয়েছে এমন লোকজনও ঢুকছে। কিন্তু বিস্ময়কর হচ্ছে সাগর পথে ইতালি যাত্রার ড্যাশবোর্ড ‘মোস্ট ফ্রিকুয়েন্ট ন্যাশনালিজিট ডিক্লিয়ার্ড আপন অ্যালাইভালস’-এ শীর্ষ স্থান দখলকারী ১০ রাষ্ট্রের তালিকায় ঘুরে ফিরে দক্ষিণ এশিয়ার ৩ দেশ-বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থাকছেই।

আশ্রয়ের আবেদনে পাকিস্তান এগিয়ে, দ্বিতীয় বাংলাদেশ
এদিকে অন্য একটি পরিসংখ্যানে দেখা গেছে- ইতালিতে আনুষ্ঠানিকভাবে আশ্রয় প্রার্থনার আবেদনকারীর তালিকায়ও বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বগামী। গত বছরের শেষ দু’মাসের তুলনামূলক পরিসংখ্যান প্রকাশ করেছে স্ট্যাটিস্তা, যেখানে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ‘নাম্বার অব এসাইলাম এপ্লিকেশনস সাবমিটেড ইন ইতালি ইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর-২০২০ বাই ন্যাশনালিটি অব অ্যাপলিকেন্ট’ শিরোনামে প্রচারিত পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর-২০২০ এ ৮শ’ ৪ জন পাকিস্তানের নাগরিক ইতালি কর্তৃপক্ষের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আর ডিসেম্বরে করেছেন দেশটির ৬শ’ ৪৬ জন নাগরিক। নভেম্বরে ৩শ’ ৬২ জন আর ডিসেম্বরে ৪শ’ ৬৭ জন বাংলাদেশি আশ্রয় প্রার্থনার আবেদন দাখিল করেছেন। তুলনামূলক ওই পরিসংখ্যানের সঙ্গে যে গ্রাফ বা লেখচিত্র সংযুক্ত করা হয়েছে তাতে আশ্রয় প্রার্থনার আবেদনকারী রাষ্ট্রের মধ্যে নাইজেরিয়াকে তৃতীয় স্থানে রাখা হলেও পরিসংখ্যানে দেখা গেছে গড়ে দু’মাসে বাংলাদেশের চেয়ে বেশি সংখ্যক নাইজেরিয়ান ইতালিতে আশ্রয়ের আবেদন করেছে। নভেম্বরে নাইজেরিয়ানদের আবেদন সংখ্যা ছিল ৪শ’ ১৩ আর ডিসেম্বরে ৪শ’ ৩৬টি। ডিসেম্বরের হিসাব বিবেচনায় ওই গ্রাফ তৈরি করা হয়েছে জানিয়ে বলা হয়, ওই মাসে মোট ৩ হাজার ২শ’ ৫৪টি আশ্রয়ের আবেদন জমা পড়েছে।

মৃত্যুর ঘটনা নিবন্ধন হলেও নিখোঁজের তথ্য নেই
ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাত্রা বিষয়ক একটি রিপোর্টে বলা হয়, লাশ উদ্ধার হলেই কেবল মৃত্যুর ঘটনা নিবন্ধিত হয়। নিখোঁজ ব্যক্তিদের কোনো হিসাব হয় না। রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে ভূমধ্যসাগরে। যেই রুটটি ধরে ইতালি যাওয়া যায় তা মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় রুট নামে পরিচিত। এই রুটেই সবচেয়ে বেশি অভিবাসীর মৃত্যু হয়। রুটটি উত্তর আফ্রিকা থেকে ইতালি হয়ে মাল্টা পর্যন্ত বিস্তৃত। মূলত লিবিয়া থেকে এ পথে যাত্রা করে অভিবাসীরা। তবে তিউনিশিয়া, মিশর ও আলজেরিয়া থেকেও কিছু কিছু যাত্রার খবর পাওয়া যায়। এর পরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এবং নিখোঁজের ঘটনা ঘটে পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে। তুরস্ক থেকে ইউরোপের দেশ গ্রীস ও সাইপ্রাসে যাত্রার রুট এটি। রিপোর্ট বলছে, গত ক’বছর ধরে অভিবাসনের উদ্দেশ্যে ইতালি যাত্রা পথে নিখোঁজ এবং মৃতের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। ২০২০ সালে মধ্যবর্তী রুট অর্থাৎ ইতালি রুটে ৯৮৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ওই রুটে ১৯৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সব থেকে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছিল ২০১৬ সালে। ওই বছর ৪ হাজার ৬শ’ মানুষের মৃত্যুর ঘটনা নিবন্ধিত হয়। ২০১৮ সালের হিসাব অনুযায়ী ভূমধ্যসাগরে ২৩ শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর ঘটনা রিপোর্ট হয়। ‘মিসিং মাইগ্রেটস’-গবেষণাপত্র অনুযায়ী ওই বছর ভূমধ্যসাগরে এর দ্বিগুণ সংখ্যক অভিবাসী নিখোঁজ হয়েছেন। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়