শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে বর্ষায় দাম ক‌মে‌ছে সবজি বাজা‌রে

র‌হিদুল খান : [২] বর্ষায় যশোরের বাজারে সবজির দাম কিছুটা কমেছে। দাম বেড়েছে রসুনের। অপরিবর্তিত আছে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, মরিচ ও পেঁয়াজের দাম। জেলার বি‌ভিন্ন উপ‌জেলা শহরসহ যশোর শহরের বড় বাজার থে‌কে এসব তথ্য পাওয়া গেছে।

[৩] বর্ষার কারণে বাজারে সবজির আমদানি বেশি। সবজি পচে যাওয়ার ভয়ে কৃষকরা ক্ষেত থেকে দ্রুত তুলে বাজারে নিয়ে আসছে। তাই দাম কমেছে বেশ । এরমধ্যে প্রকার ভেদে সবজির দাম কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি বেগুন বিক্রি হয় ৪০ টাকা। ২০ টাকা কেজি বিক্রি হয় কুমড়া। প্রতি কেজি কুশি বিক্রি হয় ২৫ টাকা থেকে ৩০ টাকা। ৩০ টাকা থেকে ৪০ টাকা কেজি বিক্রি হয় ধেঢ়স। প্রতি কেজি পটল বিক্রি হয় ২০ টাকা থেকে ২৫ টাকা। ৫০ টাকা পিচ বিক্রি হয় কচুরমুখি। প্রতি কেজি পেঁপে বিক্রি হয় ৩০ টাকা। ৬০ টাকা কেজি বিক্রি হয় উচ্ছে। প্রতি কেজি ডাটা বিক্রি হয় ২০ টাকা। ১৫ টাকা কেজি বিক্রি হয় পুঁইশাক। প্রতি কেজি টমেটো বিক্রি হয় ৬০ টাকা থেকে ৭০ টাকা। ৪০ টাকা কেজি বিক্রি হয় কচুরলতি। প্রতি কেজি কলা বিক্রি হয় ৩০ টাকা। ২০ টাকা থেকে ২৫ টাকা কেজি বিক্রি হয় ধুন্দল। প্রতি কেজি ঝিঙে বিক্রি হয় থেকে ৩০ টাকা। ৫০ টাকা কেজি বিক্রি হয় কাঁকরোল। প্রতি কেজি বরবটি বিক্রি হয় ৪০ টাকা কেজি।

[৪] পেঁয়াজ আমদানি হলেও দেখা নেই বাজারে। ফলে দাম কমেনি দেশি পোঁজের। আগের দামে বিক্রি হয় দেশি পেঁয়াজ। এর মধ্যে এরমধ্যে রসুনের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৫০ টাকা। ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি বিক্রি হয় রসুন। প্রতি কেজি আমদানিকৃত রসুন বিক্রি হয় ১শ’৩০ টাকা। ২০ টাকা কেজি বিক্রি হয় আলু। প্রতি কেজি মরিচ বিক্রি হয় ৩০ টাকা থেকে ৪০ টাকা।

[৫] বাজারে ভোজ্য তেলের দাম বাড়েনি। প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয় ১শ’৩৬ টাকা। ১শ’২০ টাকা থেকে ১শ’২৫ টাকা কেজি বিক্রি হয় সুপার পাম তেল। প্রতি কেজি পাম তেল বিক্রি হয় ১শ’২০ টাকা।

[৬] বাজারে ডালের দাম আগের মত আছে। প্রতি কেজি দেশি মসুর ডাল বিক্রি হয় ১শ’ টাকা থেকে ১শ’১০ টাকা। ৭০ টাকা থেকে ৭৫ টাকা কেজি বিক্রি হয় আমদানিকৃত মসুর ডাল। প্রতি কেজি ছোলার ডাল বিক্রি হয় ৭০ টাকা। ৪২ টাকা থেকে ৪৪ টাকা কেজি বিক্রি হয় বুটের ডাল। প্রতি কেজি মুগের ডাল বিক্রি হয় ১শ’ টাকা থেকে ১শ’৩৫ টাকা। ৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজি বিক্রি হয় কলাইয়ের ডাল।

[৭] বাজারে ঊর্ধ্বদামে অপরিবর্তিত আছে চালের দাম। প্রতি কেজি রত্না চাল বিক্রি হয় ৪৬ টাকা থেকে ৪৮ টাকা। ৪৮ টাকা থেকে ৫০ টাকা কেজি বিক্রি হয় বিআর-২৮ ও কাজল লতা চাল। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয় ৫৪ টাকা থেকে ৫৬ টাকা। ৬০ টাকা থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হয় বাশমতি চাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়