শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের কেশবপু‌রের পাঁচ প‌রিবার পেল নতুন ঘর

র‌হিদুল খান : [২] মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কেশবপুরে ৫টি পরিবার পেলো মাথা গোজার ঠাঁই। ওই উপকারভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল জেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে কেশবপুর উপজেলায় উপকারভোগীদের মধ্যে এসব হস্তান্তর করা হয়।

[৩] কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে ৫টি উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুল লতিফ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।

[৪] দু’শতক জমির দলিল, নামজারির খতিয়ানসহ দু’শতক জায়গার উপর সুদৃশ্য রঙিন টিনের ছাউনিযুক্ত বাড়ি পাওয়া উপকারভোগীরা হলেন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস, আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম গাজী, ওয়াজেদ আলীর মেয়ে শিউলী বেগম মালা, জাহানপুর গ্রামের মছের উদ্দীন সরদারের ছেলে হবিবর রহমান এবং আব্দুর রহিম মোল্যার ছেলে বাশারাফ হোসাইন সাদ্দাম।

[৫] উপকারভোগীরা আবেগ আপ্লুত ও অশ্রুসিক্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, এই বৃষ্টির মধ্যে তারা কোথায় থাকতো সেটা নিয়েই খুব চিন্তিত ছিল। এছাড়া এতদিন অনেক কষ্টের মধ্যে তাদের থাকতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘরে মাথা গোজার ঠাঁই পেয়ে অনেক আনন্দিত তারা। এখন তাদের আর চিন্তা নেই, সন্তানদের নিয়ে নিরাপদে থাকতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়