শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০১:৪৫ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ভুয়া পরিচয়পত্র বহনকারী রোহিঙ্গাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার !

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৭ লাখ টাকা মূল্যের ১৮,৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৩] শনিবার (১৯ জুন) বিকেলে র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান- গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করাকালীন অভিযান পরিচালনা করে মোঃ মাহাবুবুর রহমান (৩৪), পিতা- কবির আহম্মেদ, মোঃ নুর (২৯), পিতা- খবির, মোঃ মাহামুদুল্লাহ (৩৪) পিতা- আব্দুর রহমান। আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ও দেহ তল্লাশি করে ১৮,৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৬টি জাতীয় পরিচয়পত্র উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করে।

[৪] তিনি আরও জানান, আসামি মোঃ নুর (২৯) এবং মোঃ মাহামুদুল্লাহ (৩৪) মায়ানমার নাগরিক (রোহিঙ্গা), তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র বহন করে ইয়াবা পাচার করে আসছে। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়