শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ১২:১৯ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ: পর্তুগালকে ৪-২ গোলে উড়িয়ে দিল জার্মানি

আখিরুজ্জামান সোহান: পর্তুগাল প্রথম ম্যাচে ৩-০ গোলে স্বাগতিক হাঙ্গেরিকে নাস্তানাবুদ করে ছেড়েছিলো। রোনালদো জোড়া গোল করেছিলেন। গোল করে তিনি যেমন ভক্তদের উচ্ছ্বসিত করেছেন তেমনি মাঠের বাইরের বিষয় নিয়ে আলোচনায় এসেছেন।

অন্যদিকে নিজেদের প্রথম খেলায় জার্মানি হেরে যাওয়ায় আজ মিউনিখে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিলো। তাই সেই সুযোগের সৎ ব্যবহার করতে মোটেও ভুল করেনি জার্মানি।

শনিবার (১৯ জুন) হাই ভোল্টেজ ম্যাচে খেলার ১৫ মিনিটে পর্তুগাল একটি গোল করে সম্ভবনা তৈরী করলেও শেষ রক্ষা হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোদের। একে একে ৪ বার বল গোলে জড়িয়েছে।এর আগে ৪বারের বিশ্বকাপজয়ী জার্মানির বিপক্ষে রোনালদো খেলেছেন ৪টি ম্যাচ। এই প্রথম গোলের দেখা পেলেন তিনি।

 

No description available.

এরপর প্রথমার্ধের ৩৫ ও ৩৯ মিনিটে ২টি আত্মঘাতী গোল হজম করে বসে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে আরও ২ গোল করে দলের জয় নিশ্চিত করেন হাভার্টজ ও গোজেনস। পরে ৬৭ মিনিটে রোনালদোর পাস থেকে ১টি গোল করে হারের ব্যবধান কমান পর্তুগালের দিয়েগো হোতা।

No description available.

নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর এই ম্যাচটা জার্মানির জন্য ছিলো প্রত্যাবর্তনের। ২৫ বছর আগে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল জার্মানরা। এরপর ২০০৮ সালে একবারই ফাইনাল খেলতে পেরেছিল তারা। এবার আবারো ট্রফির খোঁজে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়