শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের সেই আলোচিত রনিকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের আলোচিত মোহাম্মদ রায়হান রনি (২৩) নামের এক ছাত্রলীগ নেতা একই সঙ্গে আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পদে থাকা অবস্থাতেই তথ্য গোপন করে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ নেওয়ায় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

[৩] শনিবার (১৯ জুন) ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাকে অব্যাহতির কথা উল্লেখ করা হয়েছে।

 

[৪] অব্যাহতিপ্রাপ্ত রায়হান রনি ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বাসিন্দা। পড়াশোনা করেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে।

[৪] অভিযোগ রয়েছে, কিছুদিন আগে ২১ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে রনির নাম রয়েছে। পরে ফরিদপুর জেলা ছাত্রলীগ তদন্ত করে রায়হান রনির নামের সত্যতা পাওয়ায় আজ এই প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

[৫] রায়হান রনির ব্যাপারে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, রায়হান রনি আমাদের দেওয়া আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ছিলেন। সে পরবতর্তীতে আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার পর একাধিকবার তার সাথে যোগাযোগ করা হলেও সে কোনো সদুত্তর না দেওয়ায় তাকে শনিবার (১৯ জুন) ছাত্রদল থেকেও বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, অনেক সময় লোকাল কিছু সুপারিশে কিছু নাম অন্তর্ভুক্ত হয়ে যায়। এমনটাই হয়েছে রায়হান রনির ক্ষেত্রেও।

[৬] এদিকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান রনিকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগের ভিক্তিতে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ছাত্রলীগে কোনো বিতর্কিত ব্যক্তির জায়গা নেই। তাইতো রনির বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

[৭] উল্লেখ্য, গত ১২ জুন আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের অংশিক কমিটি অনুমোদন দেয় ফরিদপুর জেলা ছাত্রলীগ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়