শিরোনাম
◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় নির্মাণাধীন রাজাপুর ব্রীজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাজাপুর সেতু এ অঞ্চলের ৫ ইউনিয়নের জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু।

[৩] ইতোমধ্যে রাজাপুর সেতুকে কেন্দ্র করে প্রচুর পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পর্যটকদের সুবিধার্থে সেতু এলাকায় সোলার প্যানেল দিয়ে আলোর ব্যবস্থা করে দেয়া হবে। তিনি সেতু নির্মাণে এলাকাবাসীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

[৪] শনিবার (১৯ জুন) সকাল ১১টায় কুলাউড়া উপজেলার কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ‘রাজাপুর সেতু’র নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মুহাম্মদ আবু জাফর রাজু।

[৫] সেতু পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হক, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম ,কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নওয়াব আলী ওয়াজিদ খান বাবু, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম।

[৬] এছাড়াও উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খাঁন, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মখদ্দছ মিয়া, হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ওদুদ বক্স, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সম্পাদক শামসুল ইসলাম সাজু, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী সাজ্জাদ খাঁন, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব আলী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মুহিবুল ইসলাম আজাদ, উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়