শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে করোনায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৩১ ও মৃত্যু ৮ জন

আফরোজা সরকার: [২] রংপুর বিভাগে শনিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮৮ জনের টেষ্ট করে নতুন করে ৮ জেলায় ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুরে ৪, ঠাকুরগাঁয় ৩ এবং রংপুরে ১ সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৪ জন।

[৩] এ নিয়ে বিভাগে ১ লাখ ৪২ হাজার ৯’শ ৮৫ জনের টেষ্ট করে মোট ২১ হাাজার ৬শ’ ৩১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪’শ ৫২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৬’শ ৯১ জন রোগী সুস্থ হয়েছেন।

[৪] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের দিনাজপুরে ৬৫, রংপুরে ২০, ঠাকুরগাঁয় ১১, নীলফামারীতে ৫, লালমনিরহাটে ৫, কুড়িগ্রামে ৩, গাইবান্ধায় ২ এবং পঞ্চগড় জেলায় ২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৬ হাজার ৮’শ ৭৬ জন আক্রান্ত ও ১’শ ৬৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৩’শ ৭৮ জন আক্রান্ত ও ১০৪ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ২’শ ৭৭ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু। গাইবান্ধা জেলায় ১ হাজার ৮’শ ৬০ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে। নীলফামারী জেলায় ১ হাজার ৬’শ ৭০ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু,। কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৪’শ ১৫ জন আক্রান্ত ও ২৬ জনের মৃত্যু। লালমনিরহাট জেলায় ১ হাজার ২’শ ৭৩ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু। পঞ্চগড় জেলায় ৮’শ ৮২ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৬] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৩ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ১৬ হাজার ৭’শ ২৪ জন। একই সময়ে ২৮৭ জনসহ মোট ১ লাখ ১০ হাজার ৪’শ ৬৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়