শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ভূমিহীন মানুষের আশ্রয়স্থল: কিশোরগঞ্জের জেলা প্রশাসক

মনোয়ার হোসাইন: [২] কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী অসহায় ভূমিহীন মানুষের আশ্রয়স্থল। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলায় কোসো মানুষের ভূমি হীন বা গৃহহীন থাকবেন না ইনশাআল্লাহ।

[৩] কিশোরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি বরাদ্দ দিয়ে ১৩টি উপজেলার ৬৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নতুন ঘর বরাদ্দ এসেছে বলে জানান। এর মধ্যে ৩৬ ৫টি ঘর নির্মাণ সম্পন্ন করা হয়েছে ‍যা এসব পরিবারকে তাদের জমি ও ঘর বুঝিয়ে দেওয়া হবে।

[৪] দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

[৫] জেলা প্রশাসক বলেন, সদর উপজেলায় ৫০টি, হোসেনপুর উপজেলায় ১০টি, পাকুন্দিয়া উপজেলায় ৭৫টি, কটিয়াদী উপজেলায় ১৭৮টি, করিমগঞ্জ উপজেলায় ৪৩টি, তাড়াইল উপজেলায় ৮০টি, নিকলী উপজেলায় ৩০টি, বাজিতপুর উপজেলায় ২০টি, কুলিয়ারচর উপজেলায় ১০টি, ভৈরব উপজেলায় ৫টি, অষ্টগ্রাম উপজেলায় ২০টি, মিঠামইন উপজেলায় ৮০টি, এবং ইনটা উপজেলায় ৩০টি ঘর গৃহহীন ও দরিদ্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

[৬] তিনি আরও বলেন, দুই শতক জমি বরাদ্দ দিয়ে নতুন ঘর করে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ সুবিধা, পানিসহ অন্যান্য সুবিধা থাকছে নতুন ঘরে। ইতোমধ্যে প্রতিটি উপকারভোগীদের সঙ্গে ঘরগুলো হস্তান্তরের জন্য বন্দোবস্ত, রেজিস্ট্রেশনসহ সব কাজ সম্পন্ন করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়।

[৭] এ সময় উপস্থিত ছিলেন এনডিসি মাহমুদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া প্রমুখ।

[৮] উলে­খ্য, কিশোরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি বরাদ্দ দিয়ে প্রথম পর্যায়ে ১৩ টি উপজেলার ৬১৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করা হয়েছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়